বুধবার ১২ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১
বরুড়ায় গৃহবধূ মুন্নির হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১:৪৫ এএম |



বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় সাহারপুদুয়া এলাকার গৃহবধূ মুন্নি আক্তারের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ সকাল সাড়ে দশটায় বরুড়া পোস্ট অফিসের সামনে শত শত মানুষের অংশগ্রহণে তাদের সামনে প্রয়াত মুন্নি আক্তারের মা রোকসেনা বেগম বলেন,  ২০২১ সালের সাহারপুদুয়া এলাকার (মধুর বাপের বাড়ি)'র দেলোয়ার হোসেনের ছেলে সৌদি আরব প্রবাসী ফয়সাল হোসেনের সাথে তার মেয়ে মুন্নি আক্তারের বিয়ে হয়, বর্তমানে মুন্নি আক্তারের দুই বছর বয়সী একটি কন্যা সন্তান আছে। মুন্নি আক্তারের স্বামী ফয়সাল হোসেন প্রবাসে থাকায় তাঁর শ^শুর, শাশুড়ী এবং ননদ সাংসারিক খুটিনাটি বিষয় নিয়ে খারাপ আচরণ করতো, যার কারণে মুন্নি আক্তার বেশির ভাগ সময় তার মেয়েকে নিয়ে তার বাবার বাড়ি শিলমুড়ী উঃ ইউনিয়নের আলোকদিয়ায় থাকতো।
গত ২৬ ফেব্রুয়ারি রমজান উপলক্ষে মুন্নি আক্তারের প্রবাসী স্বামীর অনুরোধে সাহারপুদুয়ায় তার স্বামীর বাড়িতে আসে,  স্বামীর বাড়িতে আসার পরদিন ২৭ ফেব্রুয়ারী ১১টায় লোক মারফতে মুন্নি আক্তারের মা রোকসেনা বেগম জানতে পারেন তার মেয়ে মুন্নি আক্তার মৃত্যুবরণ করছেন। এই খবর শুনে রোকসেনা বেগম তার পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত সাহারপুদুয়া এসে দেখেন মুন্নি আক্তারের গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় বাড়ির উঠানে শুইয়ে রাখা হয়েছে।  এ সময় রোকসেনা বেগম মেয়ের শ^শুরবাড়ীর প্রতিবেশীদের সূত্রে জানতে পারেন রমজানের বাজার নিয়ে তার শ^শুর বাড়ীর লোকজনের কটাক্ষের শিকার হয়ে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়েছেন, সকল কিছু দেখার পর রোকসেনা বেগমসহ তার পরিবারের সদস্যদের মনে হয়েছে তার মেয়েকে হত্যা করা হয়েছে। 
এদিন উপস্থিত মানববন্ধনকারীরা দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 
এ ব্যাপারে বরুড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সঞ্জয় সরকার বলেন ইতিমধ্যেই একটি হত্যা মামলা রুজু হয়েছে আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।













সর্বশেষ সংবাদ
স্ত্রীসহ সাবেক এমপি বাহারের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
৫ দফা দাবি আদায়ে কুমিল্লায় ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি - ভোগান্তিতে রোগী ও স্বজনরা
তাওবা ও ক্ষমা
কুমিল্লায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার
কুমিল্লায় বিদেশী পিস্তলসহ দুই ডাকাত গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
স্ত্রীসহ সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
কুমিল্লায় সর্প দংশনে এক যুবক নিহত
চাঁদাবাজির অভিযোগে দেবিদ্বারের দুই ভুয়া সাংবাদিক খাগড়াছড়িতে গ্রেপ্তার
‘ফারজানা’ কাউন্টারে তালা ঝুলিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা
‘বিয়ের জন্য চাপ দেয়ায় খুন!’ গ্রেপ্তার ২
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২