নাছির উদ্দিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । সোমবার (১০মার্চ)বিকাল ৩টা থেকে কুমিল্লার লাকসাম জামিয়া ইসলামিয় জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসা অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাছির উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো.নাছির উদ্দিন মজুমদার।
এসময় তিনি বলেন -
মানুষের কল্যাণে কাজ করতে নাছির উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করা হয়েছে । কাজটি আমি একা করা সম্ভব নয়, তাই আপনাদের সবাইকে নিয়ে উদ্দেশ্যটি বাস্তবায়ন করতে চাই।
তিনি বলেন -আপনাদের পাশের মানুষের সমস্যাটি আপনি আমাদের জানাবেন। লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভার সকল মানুষগুলো যেন ভালো থাকতে পারে,সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা কাজ করে যাবো।
তিনি বলেন -আমাদের ফাউন্ডেশনের সকল কার্যক্রমকে অবশ্যই রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে আমরা মানব সেবায় কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
নাছির উদ্দিন ফাউন্ডেশনের মহাসচিব মহাসচিব হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ'র সঞ্চালনায়
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন লাকসাম পৌরসভার সাবেক মেয়র মফিজুর রহমান,হেফাজতে ইসলামী কুমিল্লা মহানগর শাখার সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানী, নাঙ্গলকোট কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদের,নাছির উদ্দিন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক,হেফাজতে ইসলাম লাকসাম উপজেলা শাখার সভাপতি ও নাসির উদ্দিন ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ ইউসুফ,
লাকসাম দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল হান্নান,সাবেক অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলার কাশিপুর মাদরাসা মোহতামিম মাওলানা ওবায়দুল্লাহ, নাছির উদ্দিন ফাউন্ডেশন এর অর্থ পরিচালক মুফতি মাহবুবুর রহমান প্রমুখ। পরে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভার বিভিন্ন গ্রামে ও ওয়ার্ডে নাছির উদ্দিন ফাউন্ডেশনের প্রতিনিধিদের মাধ্যমে ২সহস্রাধিক অসহায় পরিবারের জন্য ইফতার সামগ্রী হস্তান্তর করা হয়।