নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন। বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বার্তায় জানানো হয় আজ (বুধবার)বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে যশোর জেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক মিসেস নার্গিস বেগমকে এবং চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিনকে মনোনীত করা হয়েছে।
এদিকে হাজী আমিন উর রশিদ ইয়াছিন বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ খবরে রাতেই নগরীতে আনন্দ মিছিল করেন নেতৃবৃন্দ।