কবির
হোসেন, তিতাসঃ জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে
সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কুট পরিকল্পনার বিরুদ্ধে,বাংলাদেশ
নির্বাচন কমিশন এসোসিয়েশনের আয়োজনে এবং ¯ট্যান্ড ফর এনআইডি দাবিতে সারা
দেশের ন্যয় কুমিল্লার তিতাস উপজেলা নির্বাচন কমিশনের কর্মকর্তা ও
কর্মচারীগণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন।
আজ (১৩ মার্চ)
সকাল ১১ টা থেকে দুপুর একটা পর্যন্ত উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এই
কর্মসূচি পালন করেন তারা। অনুষ্ঠিত মানব বন্ধন ও অবস্থান কর্মসূচিতে
উপস্থিত ছিলেন তিতাস উপজেলা নির্বাচন কর্মকর্তা জান্নাত ইসলাম, ডাটা
এন্ট্রি অপারেটর মো.মহসিন,আবু বক্কর,স্ক্যানিং অপারেটর মো.আরজু ফকির,অফিস
সহায়ক মে.রাসেল ও পরিচ্ছন্নতা কর্মী এইচ এম আলমসহ সেবা নিতে আসা বিভিন্ন
শ্রেণী পেশার মানুষ। এসময় মানব বন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করা
সৌদি আরব প্রবাসী আশরাফুল ইসলাম বলেন, আমি বিদেশে থাকার কারনে এনআইডি
করতে পারি নাই, দেশে এসে নির্বাচন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে এক
দিনের মধ্যে আমার ছবি তুলে এবং তিন দিনের মধ্যে আমার এনআইডি পাই,এখন অন্য
কোথাও নিয়ে গেলে আমাদের হয়রানি হতে হবে।