পাকিস্তানি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের কাজে বেশ সন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন যে, স্পিন পরামর্শক মুশতাক আহমেদের চুক্তির মেয়াদ আরও দুই বছরের জন্য বাড়ানোর সম্ভাবনা রয়েছে এবং তিনি একই ভূমিকায় কাজ চালিয়ে যাবেন।
বলা হচ্ছে, উভয় পক্ষ শিগগিরই চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে। কেবল কিছু ছোটখাট বিষয় এখনো চূড়ান্ত করা বাকি রয়েছে।
একজন শীর্ষ বিসিবি কর্মকর্তা 'ক্রিকবাজ'কে বিষয়টি নিশ্চিত করে বলেছেন যে তারা আশা করছেন, মুশতাক বছরে ১৩০ দিন বোর্ডের সঙ্গে বিভিন্ন ভূমিকায় কাজ করবেন।
বিসিবির ওই কর্মকর্তা বলেন, 'তিনি (মুশতাক) বোর্ডের স্পিন পরামর্শক হিসেবে কাজ করবেন এবং শুধু জাতীয় দলের সঙ্গেই নয়, আমরা চাই তিনি আমাদের অন্যান্য কর্মসূচিতেও কাজ করুন, যেমন হাই পারফরম্যান্স ইউনিট ও অন্যান্য উদ্যোগ, যাতে আমাদের স্পিনারদের গড়ে তোলা যায়।'
পাকিস্তানের লেগস্পিনার এবং ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের সদস্য মুশতাক আহমেদ ২০২৪ সালের এপ্রিলে বাংলাদেশ পুরুষ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দেন, যার মেয়াদ ছিল ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ পর্যন্ত।
পরে ব্যক্তিগত কারণে তিনি দল ছেড়ে যান এবং আবারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের আগে ফিরে আসেন। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনও বাংলাদেশের কোচিং স্টাফের অংশ ছিলেন।
বাংলাদেশে যোগ দেওয়ার আগে মুশতাক ইংল্যান্ড (২০০৮-২০১৪), ওয়েস্ট ইন্ডিজ (২০১৮-২০১৯) এবং পাকিস্তান (২০২০-২০২২) দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া, তিনি ২০১৪-২০১৬ মেয়াদে পাকিস্তান দলের বোলিং পরামর্শকের দায়িত্বও পালন করেছেন।