সোমবার ১৭ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১
কুমিল্লা নগরীর ১৬ ও ১৭নং ওয়ার্ডে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
প্রকাশ: রোববার, ১৬ মার্চ, ২০২৫, ২:০৬ এএম আপডেট: ১৬.০৩.২০২৫ ২:২২ এএম |





 কুমিল্লা নগরীর ১৬ ও ১৭নং ওয়ার্ডে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানকুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবুর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে নগরীর ১৬ ও ১৭নং ওয়ার্ডের প্রায় ৪ শতাধিক মানুষ। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সার্বিক সহযোগীতায় শনিবার (১৫ মার্চ) দুপুরে বিয়াজুল জান্নাহ স্কুল এন্ড সাদরাসায় এ ক্যাম্প শুরু হয়ে চলে বিকাল পর্যন্ত।
উৎবাতুল বারী আবু বলেন, নগরীর ২৭টি ওয়ার্ডের মধ্যে পূর্বাঞ্চলের ১৫, ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ড এলাকা ঘনবসতিপূর্ণ এবং নিন্ম আয়ের মানুষের বসবাস। এই ওয়ার্ডের মানুষগুলো সুবিধাবঞ্চত। দেশের স্বাস্থ্যথাতের অবস্থা খুব একটা ভালো নয়। এখানকার মানুষজন সুবিধাবঞ্চিত হওয়ায় অগ্রাধিকার ভিত্তিতে ফ্রি স্বাস্থ্য সেবা দিচ্ছি। পর্যায়ক্রমে ২৭টি ওয়ার্ডে আমাদের কার্যক্রম চলমান থাকবে।
তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, ভয় দেখিয়ে নয়; ভাল কাজের মাধ্যমে মানুষের মন জন করার জন্য। সেজন্য আমরা ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ নগরীর ২৭টি ওয়ার্ডে আমাদের মানবিক কার্যক্রমগুলো চলমান থাকবে। এজন্য আমরা নগরবাসীর সহযোগীতা চাই।
মেডিকেল ক্যাম্পে ছিলেন কুমিল্লা সদর হাসপাতাল সার্জারী বিশেষজ্ঞ ডাঃ মোশারফ হোসেন টিটু, সার্জারী বিশেষজ্ঞ ইউরোলজি ডাঃ নাফিজ ইমতিয়াজ শিপলু, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রি ডাঃ সাইদুস সাকালান, জেনারেল প্রেক্টিশিয়ান ডাঃ মোঃরাসেল আহমেদ চৌধুরী, মেডিকেল অফিসার ডা:মোহাম্মদ ইফতেখার হক, ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (শিশু বিভাগ) ডাঃ মমতাজ বেগম তানিয়া ও জেনারেল হাসপতাল ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাব কন্সাল্টেন্ট ডাঃ সোহাগ চক্রবর্তী।
সার্জারী বিশেষজ্ঞ ইউরোলজি ডাঃ নাফিজ ইমতিয়াজ শিপলু বলেন, এই এলাকার দরীদ্র অসহায় যারা রয়েছেন, অনেকেই টাকার অভাবে চিকিৎসকের স্বরণাপন্ন হতে পারেন না। তাদেরকে সহযোগীতা করার জন্যই মূলত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। এখানে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকগণ সেবা দিয়ে যাচ্ছেন। সার্বিক সহযোগীতায় রয়েছেন মহানগর বিএনপি। আমরা ইনশাআল্লাহ আমাদের এ কার্যক্রম অব্যাহত রাখব।
মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগীতায় ছিলেন, বাখরাবাদ গ্যাস লিমিটেডের ডিজিএম বেলায়েত হোসেন কনক, কুমিল্লা মহানগর যুবদলের আহবায়ক ফয়সালুর রহমান পাভেল, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম আহমেদ, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আজমল হোসেন, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান ফরহাদ, সাধারণ সম্পাদক প্রফেসর মো:হাবিবুল্লা, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, আরাফাত কোকো স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি মো:মামুনুর রশীদ ও ১৭নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সম্পাদক মো: ইউসুফ মিয়াসহ আরো অনেকে।
















সর্বশেষ সংবাদ
হঠাৎ বন্ধ কুমিল্লা সদর সাব রেজিস্ট্রি অফিসের কার্যক্রম
ডা. প্রাণগোপালের অবরুদ্ধ মেয়েকে ৮ ঘন্টা পর উদ্ধার
ফোরলেনের ভেতরে অনিয়ম করলে কোন দয়ামায়া নাই: জেলা প্রশাসক
তিতাসে আসামী ধরতে গিয়ে অবরুদ্ধ পুলিশ যৌথবাহিনীর সহযোগিতায় ২ঘন্টা পর উদ্ধার
হোমনায় যুবকের গলা কাটা লাশ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় ৫ অবৈধ ইটভাটা সিলগালা, ৫ লাখ টাকা জরিমানা
হঠাৎ বন্ধ কুমিল্লা সদর সাব রেজিস্ট্রি অফিসের কার্যক্রম
বিএনপি’র পতাকায় মুড়িয়ে দাফন হতে চান সাক্কু
কুমিল্লায় একাধিক মামলারআসামি অপু গ্রেফতার
ডা. প্রাণগোপালের অবরুদ্ধ মেয়েকে ৮ ঘন্টা পর উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২