আলমগীর হোসেন,দাউদকান্দি।।
ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের দাউদকান্দি শহীদনগরে কাভার্ডভ্যানের ধাক্কায় এক অটোরিক্সা চালক
নিহত হয়েছে।শনিবার বেলা ১১ টায় শহীদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয়ের সামনে
চট্টগ্রামমুখী লেনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত অটোরিক্সা চালক দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের সরকারপুর গ্রামের মৃত আনু মিয়ার ছেলে রোকন মিয়া (৬৫)।
দাউদকান্দি
হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর মোঃ ফারুক ইসলাম জানান, শহীদনগরে
চট্টগ্রামমুখী একটি হাইয়েচ মাইক্রোবাস (ঢাকা মেট্রো- চ-৫১-২৮৭৪) রাস্তার
পাশে পার্কিং করার সময় পেছন থেকে বেপরোয়া ও দ্রুতগতির কাভার্ডভ্যান (ঢাকা
মেট্রো -উ- ১২-২৯৩৫) এসে সজোরে ধাক্কা দিলে মাইক্রোবাসের সামনে থাকা
ব্যাটারি চালিত অটোরিক্সা দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিক্সা চালক
রোকন মিয়া কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। মাইক্রোবাসের তিন
যাত্রী ফজিলত, নার্গিস ও আশরাফ
আহত হয়। দূর্ঘটনার পরপরই কাভার্ডভ্যান চালক পালিয়ে যায়। দূর্ঘটনা কবলিত গাড়িগুলো দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছে।
উল্লেখ্য
সম্প্রতি মহাসড়কের দাউদকান্দি অংশে থ্রি হুইলার চলাচল মাত্রাতিরিক্ত
বৃদ্ধি পেয়েছে। দ্রুত এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে
দূর্ঘটনার হার দিন দিন বৃদ্ধি পাবে।