সোমবার ১৭ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক যানজট নিরসন ও সড়ক সম্প্রসারণের দাবীতে
লালমাইয়ে ব্যবসায়ীদের মানববন্ধন
প্রদীপ মজুমদার :
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১:১৭ এএম আপডেট: ১৭.০৩.২০২৫ ১:৩৮ এএম |

লালমাইয়ে ব্যবসায়ীদের মানববন্ধন
যানজট নিরসন, জনদুর্ভোগ ও দূর্ঘটনা এড়াতে দ্রুত সড়ক সম্প্রসারণ করে ফোর লেন বাস্তবায়নের দাবীতে কুমিল্লা- নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বাজারের ব্যবসায়ীরা।
রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার বাগমারা বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপির নেতাকর্মীরা ছাড়াও ফোরলেন বাস্তবায়ন পরিষদ ও সচেতন নাগরিক সমাজসহ বাগমারা বাজারের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন,  কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজার এলাকার সড়ক সরু হওয়ায় ৪ লেনের গাড়ি ২ লেনে চলতে গিয়ে ২৪ ঘন্টা যানজট লেগে থাকে। এছাড়া বাজারটির সড়কেই রয়েছে কমপক্ষে ৫টি সিএনজি অটো রিকশার স্ট্যান্ড।রাস্তায় গাড়ি থামিয়ে যাত্রী  উঠা নামার কারণে যানজট আরো প্রকট আকার ধারণ করেছে। যানজটের কারনে ৩ মিনিটের মড়কটি পার হতে বেশিরভাগ সময় ৩০ মিনিটের বেশি সময় লাগে।
বাগমারা বাজারের ভূমি মালিক তারেকুল ইসলাম বলেন, চার লেন বাস্তবায়ন হলে চালক, যাত্রী, পথচারী ও ব্যবসায়ীদের ভোগান্তি কমবে। তবে ভৌগোলিক দিক থেকে বাগমারা বাজারের অবস্থান পশ্চিমে ডাকাতিয়া, পূর্বে রেললাইনের অবস্থান।  তাই সড়কের দুপাশে সমানভাবে অধিগ্রহণ করে মহাসড়কের অসমাপ্ত কাজ সম্পন্ন করার আহবান জানাই সড়ক বিভাগের প্রতি।
উপজেলা বিএনপি নেতা মাসুদ করিম বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অর্থমন্ত্রী ও তার কিছু দোসরদের কারণে আজকে সাধারণ জনগণের এই ভোগান্তি। উনি ও উনার পরিবারের লোকজন বিভিন্ন লোকদের সুবিধা দিতে গিয়ে আজকে বৃহৎ জনগোষ্ঠীকে ভোগান্তিতে ফেলেছে। এ সড়ক যারা প্রতিনিয়ত চলাচল করে শুধু তারাই বলতে পারবে তাদের কতটা ভোগান্তির শিকার হতে হয়। তাই আমরা আজকের এই মানববন্ধন থেকে সরকারের সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করব যাতে বাগমারা বাজার অংশে দ্রুত চার লেন বাস্তবায়ন করা হয়। 
মানববন্ধনে ফোর লেন বাস্তবায়ন পরিষদের আহবায়ক ও বিএনপি নেতা ইউছুফ আলী মীর পিন্টু বলেন, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার বাগমারা বাজার অংশের আজকের যানজটের সমস্যা ২০০৩ সালে টের পেয়েছিলেন সাবেক এমপি মনিকরুল হক চৌধুরী। তিনি তখন বাগমারা বাজার অংশে সড়কটি সম্প্রসারণ ও অবৈধ দখলকৃত স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেন।
তিনি আরো বলেন, ২০১৭-১৮ ইং সালে কুমিল্লা (টমছমব্রীজ)-নোয়াখালী (বেগমগঞ্জ) আঞ্চলিক মহাসড়কে ৪ লেনে উন্নীত করণ শীর্ষক প্রকল্পের কার্যক্রম শুরু করলে বাগমারা বাজার অংশের সৈয়দপুর ও উত্তর অশ্বথলা মৌজার ১.৬ কিলোমিটার অধিগ্রহনের উদ্যোগ নিলে পূর্বের বিরোধীতাকারী পক্ষটি আবারও কার্যক্রমটি থামিয়ে দেয়। তখন আওয়ামীলীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের এপিএস কেএম সিংহ রতন, তার ছোট ভাই গোলাম সারওয়ার ও ভাতিজা কামরুল হাসান শাহীনের অপতৎপরতায় সড়ক নির্মাণ হয়নি। 
কচুয়া সরকারী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক তারেকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে অংশগ্রহণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর সরদার, সদস্য তোফায়েল মজুমদার, বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির প্রস্তাবিত আহবায়ক আব্দুল খালেক, বিএনপি নেতা আসলাম মজুমদার, বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ওসমান গনী রিংকু,মফিজুল ইসলাম , মনির হোসেন ডালিম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য মানিক মিয়া, যুবদল নেতা আলেক হোসেন, বেলায়েত হোসেন সোহেল, শম্ভু রায়,  স্বেচ্ছাসেবকদল নেতা ফজলুর রহমান মিন্টু, মাসুদুর রহমান, ছাত্রদল নেতা কামরুল হাসান লোকমান, হাবিবুর রহমান, শ্রমিকদল নেতা সোলাইমান প্রমুখ। 
সড়ক ও জনপথ (সওজ) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, কুমিল্লা-নোয়াখালী চার লেন প্রকল্পের আওতায় কাজ বন্ধ হয়ে যাওয়া তিনটি এলাকার মধ্যে বাগমারা বাজার একটি। তবে বাগমারা বাজার অংশটি ফোর লেনে সম্প্রসারণ করতে নতুন  পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেছি।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, ‘আমি এই উপজেলায় নতুন এসেছি। তারপরও বাগমারা বাজারের যানজট আমার দৃষ্টিগোচর হয়েছে। মানববন্ধনের দাবিটি যৌক্তিক। বিষয়টি নিয়ে আমি জেলা প্রশাসক মহোদয়সহ উধ্বর্তন অফিসারদের সাথে কথা বলবো। 
উল্লেখ্য কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কটি চার লেনে উন্নীত করার প্রকল্প শেষ হলেও ভূমি অধিগ্রহণে স্থানীয় লোকজনের বাঁধা ও ক্ষতিপূরণের টাকা নিয়ে মামলা এবং বাইপাস সড়ক করার নামে জমি অধিগ্রহণ জালিয়াতির অপচেষ্টার কারনে লালমাই উপজেলার বাগমারা বাজার এলাকার ১.৬ কিলোমিটারসহ লালমাই ও লাকসাম উপজেলার মোট ৭.৯ কিলোমিটার অংশে মহাসড়কটি দুই লেন রয়ে গেছে।













সর্বশেষ সংবাদ
হঠাৎ বন্ধ কুমিল্লা সদর সাব রেজিস্ট্রি অফিসের কার্যক্রম
ডা. প্রাণগোপালের অবরুদ্ধ মেয়েকে ৮ ঘন্টা পর উদ্ধার
ফোরলেনের ভেতরে অনিয়ম করলে কোন দয়ামায়া নাই: জেলা প্রশাসক
তিতাসে আসামী ধরতে গিয়ে অবরুদ্ধ পুলিশ যৌথবাহিনীর সহযোগিতায় ২ঘন্টা পর উদ্ধার
হোমনায় যুবকের গলা কাটা লাশ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় ৫ অবৈধ ইটভাটা সিলগালা, ৫ লাখ টাকা জরিমানা
বিএনপি’র পতাকায় মুড়িয়ে দাফন হতে চান সাক্কু
কুমিল্লায় একাধিক মামলারআসামি অপু গ্রেফতার
হঠাৎ বন্ধ কুমিল্লা সদর সাব রেজিস্ট্রি অফিসের কার্যক্রম
কুমিল্লায় সতীদাহ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২