সোমবার ১৭ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১
তিতাসে আসামী ধরতে গিয়ে অবরুদ্ধ পুলিশ যৌথবাহিনীর সহযোগিতায় ২ঘন্টা পর উদ্ধার
নিজস্ব প্রতিনিধি-তিতাস
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১:৫০ এএম আপডেট: ১৭.০৩.২০২৫ ২:২২ এএম |


  তিতাসে আসামী ধরতে গিয়ে অবরুদ্ধ পুলিশ যৌথবাহিনীর সহযোগিতায় ২ঘন্টা পর উদ্ধার কুমিল্লার তিতাসে এজাহার নামীয় আসামী ধরতে গিয়ে অবরুদ্ধ হওয়া পুলিশ সদস্যদের স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতায় দুই ঘন্টা পর উদ্ধার করেছে যৌথবাহিনী। গত শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।
এসময় বাদীর বিরুদ্ধে আসামীকে মারধর করে হাত-পা ভেঙ্গে দেয়ার অভিযোগ ও আসামীর বিরুদ্ধে বাদীর বাড়িতে অগ্নিসংযোগের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।
দু'পক্ষের হামলা-মামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দড়িকান্দি এলাকা জুড়ে থমথমে অবস্থা ও এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।
সরেজমিনে স্থানীয় জনতা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের মামলার বাদী রাকিব হোসেন (জসিম সরকারের ছেলে) ও বিবাদী প্রতিবেশী মৃত লালা ভূইয়ার ছেলে মাওলান ও তার ছেলে মাসুদ ভূইয়া দীর্ঘদিন ধরে এলাকায় ইন্টারনেট ব্যবসা করে আসছিল এবং সম্প্রতি ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে একাধিকবার বিরোধ-সংঘাতের সৃষ্টি হয়। সবশেষ গত বুধবার (১১ই মার্চ) সন্ধ্যায় কুড়েরপাড় স্ট্যান্ডের সামনে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে রাকিবকে জখম করলে সে নিজে বাদী হয়ে বৃহস্পতিবার (১৩ই মার্চ) তিতাস থানায় মাসুদ ভূইয়া ও তার বাবা মাওলান ভূইয়াসহ ৫জনের নাম উল্লেখ করে ৩/৪জনকে অজ্ঞাত আসামী দিয়ে একটি মামলা দায়ের করে।
এই মামলার আসামীদের গ্রেফতার করতে শুক্রবার রাত১১ টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা (আই.ও) এস.আই আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এজাহার নামীয় মাওলান ভূইয়ার বাড়িতে যায়।
এসময় বিবাদীর স্ত্রী মাকসুদার সাথে পুলিশ কথা বলার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিবাদী মাওলান ভূইয়া পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এ সময় জালাল সরকারের বাড়ির সামনে থেকে বাদী রাকিব ও ছাত্র দলনেতা হৃদয় তার লোকজন নিয়ে দৌড়ে গিয়ে মাওলান ভূঁইয়াকে আটক করে এবং এলোপাতাড়ি পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়।
এসময় গ্রামের লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায় এবং বিবাদী পক্ষের লোকজন ও স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে মামলার তদন্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে একটি ঘরে ২ঘন্টা আটকে রাখে।
পরে তিতাস উপজেলা বিএনপি'র সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়াসহ সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল থেকে অবরুদ্ধ থাকা পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে আসে।
সেই রাতেই মাওলান ভূঁইয়ার লোকজন মামলার বাদী রাকিবের বাড়িতে হামলা চালিয়ে একটি ঘরে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠে।
এঘটনার বিষয়ে অভিযোগ তুলে আহত মাওলান ভূইয়ার স্ত্রী মাকসুদা বলেন, রাত আনুমানিক ১১টায় পুলিশ আমাদের বাড়িতে এসে আমার ঘরে ডুকে তল্লাশি করে কাউকে পায়নি। এমন সময় আমার স্বামীকে জালাল সরকারের বাড়ির সামনে পেয়ে রাকিব ও হৃদয়সহ তাদের লোকজন হামলা করে হাত-পা ভেঙ্গে দিয়েছ, আমি এর সঠিক বিচার চাই।
অপরদিকে পাল্টা অভিযোগ তুলে মামলার বাদী রাকিবের মা মিসেস শিরিন বলেন, আমার ছেলে রাকিব মিয়াকে গত ১১ মার্চ সন্ত্রাসী মাসুদ ও সাইফুল গংরা হামলা করে আহত করেছে। বর্তমানে আমার ছেলে ও স্বামী ঢাকায় চিকিৎসাধীন। ঐ মামলায় শুক্রবার রাতে পুলিশ আসামী ধরতে আসে। তখন আসামীদের আতংকে নিজের ঘর তালা দিয়ে আমার জালের ঘরে ছিলাম, পরে সেই ঘরে লুটপাট চালিয়ে তারা আগুন দেয়। এরপর কি হয়েছে জানিনা।
তিতাস থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, যেখানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে পুলিশ ছিল না। পুলিশ ছিল পাশের একটি বাসায়। হামলাকারীদের না পেয়ে, লোকজন পুলিশের সাথে উত্তেজিত ব্যবহার করে আটকে রাখে। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহযোগিতায় থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম নিয়ে আমি গ্রামবাসীর সাথে কথা বলে তাদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।













সর্বশেষ সংবাদ
হঠাৎ বন্ধ কুমিল্লা সদর সাব রেজিস্ট্রি অফিসের কার্যক্রম
ডা. প্রাণগোপালের অবরুদ্ধ মেয়েকে ৮ ঘন্টা পর উদ্ধার
ফোরলেনের ভেতরে অনিয়ম করলে কোন দয়ামায়া নাই: জেলা প্রশাসক
তিতাসে আসামী ধরতে গিয়ে অবরুদ্ধ পুলিশ যৌথবাহিনীর সহযোগিতায় ২ঘন্টা পর উদ্ধার
হোমনায় যুবকের গলা কাটা লাশ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় ৫ অবৈধ ইটভাটা সিলগালা, ৫ লাখ টাকা জরিমানা
হঠাৎ বন্ধ কুমিল্লা সদর সাব রেজিস্ট্রি অফিসের কার্যক্রম
বিএনপি’র পতাকায় মুড়িয়ে দাফন হতে চান সাক্কু
কুমিল্লায় একাধিক মামলারআসামি অপু গ্রেফতার
কুমিল্লায় সতীদাহ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২