মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১
ব্রাজিলের কাছে পাত্তাই পেলো না আর্জেন্টিনা
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১২:৫৯ এএম আপডেট: ১৮.০৩.২০২৫ ১:৪৭ এএম |



 ব্রাজিলের কাছে পাত্তাই পেলো না আর্জেন্টিনা

ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই মানেই বাড়তি উত্তেজনা। যে রোমাঞ্চ মাঠ থেকে ছড়িয়ে যায় মাঠে বাইরেও। এমনকি হাজার মাইল দূরের এই উপমহাদেশেও উত্তাপ ছড়ায় সেলেসাও-আলবিসেলেস্তেদের লড়াই। ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী এবার মুখোমুখি হয়েছিল ক্রিকেটে।
আজ সোমবার (১৭ মার্চ) বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫৪ রানের বেশি করতে পারেনি আর্জেন্টিনা। দলের হয়ে সর্বোচ্চ ২৩ বলে ১১ রান করেছেন স্টোকস।
স্টোকস ছাড়া আর্জেন্টিনা আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। লোলো করেছেন ১১ বলে ৯ রান ও সসা করেছেন ২১ বলে ৯ রান। ব্রাজিলের হয়ে ১২ রানে ৫ উইকেট শিকার করে দিনের সেরা বোলার ন্যাখিমেন্টো।
৫৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩৩ বল হাতে রেখেই ৬ উইকেটের বড় জয় পেয়েছে ব্রাজিল। তাদের হয়ে সর্বোচ্চ ৪২ বলে অপরাজিত ২৭ রান করেছেন আভেরি। তাছাড়া ন্যাখিমেন্টো করেছেন ১৫ বলে ১০ রান।
এই ম্যাচটি আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের অংশ। আমেরিকা অঞ্চল থেকে এই বাছাই পর্বে অংশ নিয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা।
এই আসরে দুই দলেরই শেষ ও ষষ্ঠ ম্যাচ ছিল এটি। আসরে ছয় ম্যাচে দুই জয়ের বিপরীতে চার হার ব্রাজিলের। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তৃতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে আসর শেষ করল আর্জেন্টিনা।
উল্লেখ্য, গ্লোবাল কোয়ালিফায়ারে যাওয়ার সম্ভাবনা দুই দলের আগেই শেষ হয়ে গেছে। ফলে এখানেই শেষ হচ্ছে তাদের বিশ্বকাপের পথচলা।












সর্বশেষ সংবাদ
কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে
সাবরেজিস্ট্রি অফিসে চলছে তদন্ত
লাকসামে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-৫
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে আউটসোর্সিং এ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা
দুর্ঘটনায় হাত হারানোর একবছর মারা গেলেন জুলফিকার নাঈম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হঠাৎ বন্ধ কুমিল্লা সদর সাব রেজিস্ট্রি অফিসের কার্যক্রম
ফোরলেনের ভেতরে অনিয়ম করলে কোন দয়ামায়া নাই: জেলা প্রশাসক
সাবরেজিস্ট্রি অফিসে চলছে তদন্ত
ডা. প্রাণগোপালের অবরুদ্ধ মেয়েকে ৮ ঘন্টা পর উদ্ধার
অর্থ আত্মসাৎ মামলায় কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২