মনোহরগঞ্জ
উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের সমশেরপুর গ্রামের স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের
উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল
অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সমশেরপুর কেন্দ্রীয় নুরে-মদিনা
জামে-মসজিদে এই আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির
বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের
জীবনের সম্পাদক সফিকুর রহমান সফিক। তিনি বলেন, রমজান মাস শিক্ষা ও
আত্মশুদ্ধির মাস। এ মাস সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়। তিনি এ
পূণ্যময় মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে সবাইকে আত্মগঠনের পাশাপাশি সমাজে
ন্যায়-ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠা করার আহ্বান জানান।
ইউনিয়ন বিএনপি নেতা
জাফর আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৈশাতুয়া ইউনিয়নের
সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মতিন, সাবেক ছাত্রনেতা
এইচএম আরিফুর রহমান।
আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা কামাল মেম্বার,
শুক্কুর আলম, ছাত্রদল নেতা নুর মোহাম্মদ, মোঃ রাকিব, আল-আমিন, শাহ আলম,
সবুজসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। দোয়া-মোনাজাত পরিচালনা করেন
সমশেরপুর কেন্দ্রীয় জামে-মসজিদের খতিব হাফেজ মোঃ নোমান।