১৭
মার্চ, সোমবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর উদ্যোগে
শ্রমিক নেতাদের সম্মানে এক ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লার
কান্দিরপাড়স্থ রুচি বিলাস রেস্টুরেন্টে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা
মহানগরীর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
সভাপতিত্ব
করেন কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা অধ্যাপক রফিকুল ইসলাম, এবং
সঞ্চালনায় ছিলেন মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান।
সভায়
বক্তব্য রাখেন মহানগর অফিস সেক্রেটারি মাইন উদ্দিন সরকার, সিনিয়র
এসিস্টেন্ট সেক্রেটারী সাংবাদিক তৌহিদ হোসেন সরকার, বাংলাদেশ পরিবহন শ্রমিক
ফেডারেশন (২২২৩) সভাপতি মানবিক ড্রাইভার মহিউদ্দিন রিপন, নির্মাণ শ্রমিক
ইউনিয়ন (২৮৭৩) সভাপতি নিজাম উদ্দিন, রংমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন (২৮৭২)
সভাপতি মো. ফয়েজ আহমেদ, বাস মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন (২০২৬) সহ-সভাপতি
নাজমুল ইসলাম শামিম, সহ-সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া, মো. আনোয়ার হোসেন
এবং বাস মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন (৯৩৮) শ্রমিক নেতা মো. শরিফসহ প্রায়
অর্ধশতাধিক ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মাওলানা মাহবুবুর
রহমান বলেন, "শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য যাকাতভিত্তিক
সমাজব্যবস্থা কায়েম করতে হবে। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে শ্রমিকদের
ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
বিশেষ অতিথি আব্দুস সালাম বলেন, "ইসলামি
শ্রমনীতি অনুসরণ করলেই শ্রমিকদের প্রকৃত অধিকার নিশ্চিত করা সম্ভব। আল্লাহর
আইন প্রতিষ্ঠার মাধ্যমেই শ্রমনীতি বাস্তবায়ন সম্ভব হবে।"
বক্তারা বলেন,
দীর্ঘ দেড় যুগ ইসলামের পতাকাবাহী কোনো সংগঠন সভা-সমাবেশ করতে পারেনি। তাই
তারা ঐতিহাসিক জুলাই বিপ্লবের নায়কদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা
জানিয়ে আলোচনা সভার কার্যক্রম শুরু করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শ্রমজীবী মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।