মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১
সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যু
প্রদীপ মজুমদার :
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১:৩৮ এএম আপডেট: ১৮.০৩.২০২৫ ১:৪৮ এএম |



 সড়ক দুর্ঘটনায়  কলেজ ছাত্রীর  মৃত্যু  কুমিল্লা-চাঁদপুর সড়কে মাইক্রোবাস-সিএনজি অটোরিকশা ত্রি-মুখী সংঘর্ষে আফসানা আক্তার রিপা (১৯) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।  
বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মোবারক হোসেন ভূইয়া। 
সোমবার (১৭ মার্চ) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্র সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হওয়ার পর স্থানীয়রা দ্রুত তাকেসহ আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠান। পরে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিপা লালমাই সরকারি কলেজ থেকে এবার এইচ এস সি পরীক্ষা দিয়েছেন এবং ওই উপজেলার শিবপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। 
প্রত্যক্ষদর্শীরা জানান,আহতদের উদ্ধার করে কুমিল্লা  মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল।কুমিল্লা থেকে আগত চাঁদপুর মুখী একটি মাইক্রোবাস কুমিল্লা মুখী সিএনজি ও অটোরিকশার সাথে ত্রি-মুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় সিএনজি ও অটোরিকশাটি? এবং মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে  বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের সীমানা প্রাচীরে আঘাত করে। 
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মোবারক হোসেন ভূইয়া বলেন, কুমিল্লা-চাঁদপুর সড়কের লালমাই বেতার সংলগ্নে কুমিল্লা থেকে চাঁদপুরমুখী একটি মাইক্রোবাস- সিএনজি ও অটোরিকশা সাথে ত্রি-মুখী একটি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ছয়জন আহত হওয়ার খবর পাই পরবর্তীতে আফসানা আক্তার রিপা নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছি। দাফন শেষে পরিবারের লোকজন আইনের আশ্রয় নিবেন? মাইক্রো চালকের পরিচয় পায়নি। তবে ধারণা করা যাচ্ছে মাইক্রো চালক পার্শ্ববর্তী এলাকারই কেউ হবে? আমরা শণাক্তের চেষ্টা করছি, মাইক্রো আমাদের কাছে জব্দ আছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।












সর্বশেষ সংবাদ
কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে
সাবরেজিস্ট্রি অফিসে চলছে তদন্ত
লাকসামে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-৫
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে আউটসোর্সিং এ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা
দুর্ঘটনায় হাত হারানোর একবছর মারা গেলেন জুলফিকার নাঈম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হঠাৎ বন্ধ কুমিল্লা সদর সাব রেজিস্ট্রি অফিসের কার্যক্রম
ফোরলেনের ভেতরে অনিয়ম করলে কোন দয়ামায়া নাই: জেলা প্রশাসক
সাবরেজিস্ট্রি অফিসে চলছে তদন্ত
ডা. প্রাণগোপালের অবরুদ্ধ মেয়েকে ৮ ঘন্টা পর উদ্ধার
অর্থ আত্মসাৎ মামলায় কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২