ইসরায়েলি
নৃশংসতা ও চলমান গণহত্যার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে সাহসী ও প্রতিবাদী
ভুমিকা পালন করতে হবে জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, ইসরায়েল নিঃসন্দেহে স্পষ্ট প্রমাণ
দিয়েছে তারা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেনা।ইসরায়েল গাজার অবরুদ্ধ ও
নিরস্ত্র সাধারণ মানুষের ওপর বিশ্বাসঘাতকতামূলক হামলা চালিয়ে যুদ্ধবিরতির
শর্ত ভেঙেছে। তাদের সাথে অর্থনৈতিক ও কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
তিনি বলেন, গাজায় সব ধরনের খাদ্য, পানীয় ও চিকিৎসা উপকরণ শেষ । ফলে আহত মানুষকে বাঁচিয়ে রাখা কষ্টসাধ্য হয়ে পড়েছে।
গতকাল
১৯ মার্চ কুমিল্লা টাউন হলে হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগর আয়োজিত ইফতার
পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা
মহানগর সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানী সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, বিএনপি
কুমিল্লা মহানগর সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা সদস্য সচিব আশিকুর
রহমান মাহমুদ ওয়াসিম, হেফাজতের সহকারী মহাসচিব ও লক্ষীপুর জেলা সভাপতি
মুফতি মুশতাকুন্নবী কাসেমী, কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মুফতি আমজাদ
হোসাইন, হেফাজত জেলা সহসভাপতি মাওলানা আবদুল কুদ্দুস, এবি পার্টির সভাপতি
গোলাম সামদানী মাওলানা মনিরুল ইসলাম কাসেমী, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা
আনিসুর রহমান আশরাফী, মাওলানা জামিল আশরাফী, মুফতি মূজ্জাম্মেল, মুফতি
শোয়াইব, হাফেজ জসিম, মাওলানা মুতাহের হোসাইন, মাওলানা সাখাওয়াত রাহাত,
মাওলানা আবুল বাশার, মাওলানা সুলাইমান, মাওলানা আহসান হাবিব, মাওলানা
আমানুল্লাহ মুন্সী, মাওলানা মারুফ বিল্লাহ প্রমূখ।