সোমবার ৩১ মার্চ ২০২৫
১৭ চৈত্র ১৪৩১
দাউদকান্দিতে শিশু ধর্ষণ চেষ্টা অভিযোগে ভারতীয় নাগরিক আটক
আলমগীর হোসেন
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১০:৪০ পিএম |

দাউদকান্দিতে শিশু ধর্ষণ চেষ্টা অভিযোগে ভারতীয় নাগরিক আটকদাউদকান্দিতে চকলেট দেখিয়ে এক শিশু (৯) কে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভারতের নাগরিক তাজিনদার সিং (৫০) নামে একজনকে পুলিশের সোর্পদ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার উপজেলার রায়পুর সিংগুলা গ্রামের মোস্তফার ভাড়াটিয়া বাসায় সকাল ৭ টায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি ভারতীয় নাগরিক তাজিনদার সিং দীর্ঘদিন যাবত দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর এলাকায় এগ্রো এমবুস লিমিটেড নামে একটি ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করছেন। সেই সুবাদে সিংগুলা গ্রামের মুস্তাফার "মা মঞ্জিলে" বাসা  ভাড়া নিয়ে থাকতেন। বৃহস্পতিবার সকালে শিশুকে চকলেট দেওয়ার কথা বলে টেনে তার রুমে নিয়ে যায়। ঘরে নিয়ে স্পর্শকাতর স্থানে  হাত দেয়। বিষয়টি অপর একটি শিশু দেখে তার মাকে খবর দেয়। শিশুটি মায়ের আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত তাজিনদার সিং কে আটক করেন। 

সংবাদ পেয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরী, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ 
ইন্সপেক্টর মোঃ আমিনুল ইসলাম এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। 

আটককৃত তাজিনদার সিং (৫০) ভারতের লদিহানা পাঞ্জাব চন্টিগর জেলার বাসিপাঠানা গ্রামের পাল সিং এর ছেলে।
এই বিষয়ে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী কুমিল্লার কাগজকে বলেন, খবর পেয়ে আমরা ভারতীয় নাগরিক তাজিনদার সিং কে আটক করে থানায় নিয়ে আসছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।












সর্বশেষ সংবাদ
মুসল্লিদের ঢল নেমেছিল কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে। স্বস্তির ঈদ জামাত
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
এলো খুশির ঈদ
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জিলা স্কুলে গ্র্যান্ড ইফতার মাহফিল
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের চতুর্থ পুনর্মিলনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২