সোমবার ৩১ মার্চ ২০২৫
১৭ চৈত্র ১৪৩১
ফিলিস্তিনে মুসলিমদের উপর হামলা কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ
শাহীন আলম
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১:৫৮ এএম আপডেট: ২১.০৩.২০২৫ ২:২৩ এএম |





 ফিলিস্তিনে মুসলিমদের উপর হামলা  কুমিল্লায় জামায়াতের  বিক্ষোভ সমাবেশ ফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কুমিল্লা মহানগরী জামায়াত। 
বৃহস্পতিবার (২০মার্চ) দুপুরে বিক্ষোভ মিছিলটি কুমিল্লা টাউন হল মাঠ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়। এতে নেতেৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন। 
এর আগে টাউনহল মাঠে একটি প্রতিবাদ সমাবেশে জামায়াতের বক্তারা বলেন, মানবতার দুশমন ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরাইল গাজায় একের পর এক নির্মম বর্বরতা চালাচ্ছে। জাতিসংঘ শুধু বিবৃতি দিয়ে তাদের দায়িত্ব শেষ করেছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, তাঁরা আরও বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত চলা ১৬ মাসে ইসরাইল ১৮ হাজারেরও বেশি শিশুসহ ৪৮ হাজার ২০০ জনেরও বেশি নিরাপরাধ বেসামরিক নাগরিককে শহীদ করেছে এবং ১ লাখ ১১ হাজারেরও বেশি মানুষকে আহত করেছে। এই গণহত্যা মানব ইতিহাসের সকল নিষ্ঠুরতাকে ছাড়িয়ে গেছে। তাঁরা আরও বলেন, “নিজেদের গণতন্ত্র ও মানবাধিকারের রক্ষক দাবি করা আমেরিকা শুরু থেকেই এই হত্যাযজ্ঞের প্রকাশ্য সমর্থন দিয়ে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হামলার অনুমোদন দিয়ে আবারও প্রমাণ করেছে যে, তাদের কাছে মানবাধিকার নির্দিষ্ট ব্যক্তি বা দেশের জন্য বরাদ্দ। সার্বজনীন মানবতার প্রতি তাদের কোনো বিশ্বাস নেই। গাজায় নতুন করে চালানো হামলা ট্রাম্পের ১০ ফেব্রুয়ারির গাজাকে জাহান্নামে পরিণত করার হুমকির বাস্তবায়ন রুপ। আমরা তার এই উন্মাদনার তীব্র নিন্দা জানাই।
বক্তারা বিশ্ববাসীর বিবেকের কাছে প্রশ্ন রেখে বলেন,“মার্কিনিদের মদদে পরিচালিত এই গণহত্যা কি মানবতার বিরুদ্ধে অপরাধ নয়? দখলদার ইসরাইলের আগ্রাসন বন্ধে বিশ্ব সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশ সরকারকেও এই বর্ব’র হামলার বিরুদ্ধে স্পষ্ট ও দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এমদাদুল হক মামুন, মহানগর জামায়াতের সেক্রেটারী মো.মাহবুবুর রহমান, সহকারি সেক্রেটারী কামারুজ্জামান সোহেল, নাছির আহমেদ মোল্লা, মোশারফ হোসেন, মহানগরী শিবিরের সভাপতি হাসান কুবি শিবির সভাপতি ইউসুফ ইসলাম। 
ছবি আছে : ফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল।
















সর্বশেষ সংবাদ
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
এলো খুশির ঈদ
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
দাউদকান্দিতে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জিলা স্কুলে গ্র্যান্ড ইফতার মাহফিল
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের চতুর্থ পুনর্মিলনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২