নিজস্ব
প্রতিবেদক।।ফ্রিজে ওষুধ এবং মাছ-মাংস একই সাথে সংরক্ষণ করায় নিউ রাখি
মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার কুমিল্লার নগরীর সদর হাসপাতাল রোড এলাকায় তদারকি অভিযান
পরিচালনা করে নিউ রাখি মেডিকেল হলকে জরিমানা করা হয়।
এদিকে একই দিন
কুমিল্লা নগরীর চকবাজার এলাকায়ও তদারকি অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার
সংরক্ষণ অধিদপ্তর। এসময় পবিত্র রমজানকে ঘিরে চালের বাজার, ইফতারি সামগ্রী,
শসা, লেবু, মাছ, মাংস, ভোজ্যতেল ও নিত্যপণ্যের ওপর এ তদারকি কার্যক্রম
পরিচালনা করা হয়। অভিযানে ব্যবসায়ীদের পণ্য ক্রয়ের ভাউচার ও বিক্রয়ের তথ্য
যাচাই করা হয়। ভোজ্যতেলের সরবরাহ, মজুদ পরিস্থিতি ও সাপ্লাই চেইন ঠিক আছে
কিনা তা তদারকি করা হয়। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায়, পাকা
ভাউচার সংরক্ষণ না করা,বেশি দামে মুরগি বিক্রি করা মেয়াদ উত্তীর্ণ পণ্য
বিক্রি যাচাই করা হয়। সর্তক করা হয় ব্যবসায়ীদের। অভিযানে নেতৃত্বদেন
কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: কাউছার
মিয়া, কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম
উপস্থিত ছিলেন।