আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে কুমিল্লা বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে নগরীর ঝাউতলা ছাতি মসজিদ থেকে কান্দিরপাড় পূবালী চত্বরে এসে মিছিল শেষ হয়। পরে পূবালী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর এর সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল হাসান বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগের স্থান এই বাংলাদেশে হবে না। কুমিল্লা থেকেই আওয়ামী লীগের বিচার শুরু হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহবায়ক মোঃ সাকিব হোসেন বলেন, গত ১৭ বছর যারা মানুষের ওপর অত্যাচার নির্যাতন করেছে তাদের বৈধতার প্রশ্ন আবার কিভাবে আসতে পারে? তাদের বৈধতার প্রশ্ন তো গত ৫ ই আগস্টেই শেষ হয়ে গেছে। সুতরাং আওয়ামীলীগ নিষিদ্ধ করতে হবে।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।