সোমবার ৩১ মার্চ ২০২৫
১৭ চৈত্র ১৪৩১
ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে
কুমিল্লায়হেফাজতে ইসলামের বিক্ষোভ
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১:২০ এএম আপডেট: ২২.০৩.২০২৫ ১:২৯ এএম |


কুমিল্লায়হেফাজতে ইসলামের বিক্ষোভকুমিল্লা প্রতিনিধি: ইসরালি বর্বরতার প্রতিবাদে ও ভারতীয় পণ্য নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা হেফাজতে ইসলাম। 
২১ মার্চ, শুক্রবার বাদ জুমা কুমিল্লা টাউন হল ময়দান থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর রাজগঞ্জ, মোগলটুলী, ঈদগাহ মোড়, নিউ মার্কেট হয়ে কান্দিরপাড় পূবালি চত্ত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজত ইসলাম কুমিল্লা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি শামসুল ইসলাম জিলানী।  
কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান আশরাফীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন,  কুমিল্লা মহানগর সেক্রেটারি মনিরুল ইসলাম কাসেমী, মহানগর যুগ্ন সেক্রেটারি মুফতি মুজাম্মেল, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা সোলায়মান, যুগ্ন সেক্রেটারি মুফতি আবুল বাশার, সহপ্রচার সম্পাদক হাফেজ মামুন। 
সমাবেশে বক্তারা বলেন, ইহুদীবাদী ইসরায়েল এবং হিন্দুত্ববাদী ভারত মুসলিম নিধনের প্রতিযোগিতায় নেমেছে। ফিলিস্তিনের গাজায় নতুন করে ইসরায়েলি বাহিনী নৃশংস হামলা চালিয়ে গণহত্যা করছে। বিশ্বসন্ত্রাসী ইসরায়েল গাজার অবরুদ্ধ ও নিরস্ত্র সাধারণ মানুষের ওপর বিশ্বাসঘাতকতা মূলক হামলা চালিয়ে যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে। ইসরায়েল নিঃসন্দেহে প্রমাণ করেছে তারা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেনা। ইসরায়েলি নৃশংসতা ও চলমান গণহত্যার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে সাহসী ও প্রতিবাদী ভুমিকা পালন করতে হবে। তাদের সাথে অর্থনৈতিক ও কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। তারা আরও বলেন, গাজায় সব ধরনের খাদ্য, পানীয় ও চিকিৎসা উপকরণ শেষ। ফলে আহত মানুষকে বাঁচিয়ে রাখা কষ্টসাধ্য হয়ে পড়েছে। বাংলাদেশ সরকারের মাধ্যমে গাজাবাসীর কাছে খাদ্য সহায়তা পৌছাতে হবে।  
তাঁরা আরো বলেন, ভারতজুড়ে  রমজান মাসে হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু মুসলমানদের ওপর চরম নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে।  অসংখ্য মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছে সন্ত্রাসী মোদি সরকার। উত্তরপ্রদেশে হোলির সময় ‘শান্তি রক্ষা’র নামে হাজারের ওপর নিরপরাধ মুসলিমকে নির্বিচারে গ্রেপ্তার করেছে। কট্টর হিন্দুত্ববাদীরা রোজাদার মুসলমানদের যেখানে পাচ্ছে সেখানেই অত্যাচার করছে। আমরা মোদি সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, সংখ্যালঘু মুসলমানদের জানমালের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা দিতে ব্যর্থ হলে অচিরেই ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ইতিহাস প্রমাণ করে, পৃথিবীর কোথাও জালিমরা রাজত্বে বেশিদিন টিকে থাকতে পারেনি। সুতরাং, হিন্দুত্ববাদী দানব মোদী সরকারের পরাজয়ও অনিবার্য। দুনিয়ার মজলুমরা যেদিন এক হয়ে রুখে দাঁড়াবে, সেদিন জালিম ইসরায়েল ও ভারত নিশ্চিহ্ন হয়ে যাবে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা জহির বিন আব্দুস সাত্তার মুফতি নাজিমুল ইসলাম মাওলানা জিয়াউদ্দিন। 
















সর্বশেষ সংবাদ
মুসল্লিদের ঢল নেমেছিল কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে। স্বস্তির ঈদ জামাত
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
এলো খুশির ঈদ
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জিলা স্কুলে গ্র্যান্ড ইফতার মাহফিল
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের চতুর্থ পুনর্মিলনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২