সোমবার ৩১ মার্চ ২০২৫
১৭ চৈত্র ১৪৩১
কুমিল্লা টাউন হল সংস্কারে দরপত্র জমা পড়েছে মাত্র তিনটি
প্রকাশ: রোববার, ২৩ মার্চ, ২০২৫, ১:১৪ এএম |

কুমিল্লা টাউন হল সংস্কারে দরপত্র  জমা পড়েছে মাত্র তিনটিজহির শান্ত: কুমিল্লার ঐতিহ্যবাহী টাউন হল সংস্কারের জন্য দরপত্র আহবান করেছে জেলা পরিষদ। এ সংস্কার কাজ করতে আগ্রহ প্রকাশ করে দরপত্র জমা দিয়েছে মাত্র তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে মেসার্স হক ইন্টারন্যাশনাল, মেসার্স পেরেন্টস এন্ড সন্স এবং এমএনএইচ এন্ড আরএএম (জয়েন্ট ভেঞ্চার)। কুমিল্লা জেলা পরিষদের তত্ত্বাবধানে বীরচন্দ্র গণপাঠাগার ও সিটি অডিটরিয়াম সংস্কারে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৭২ হাজার ৬৯২ টাকা। 
কুমিল্লা জেলা পরিষদ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই সংস্কারহীনভাবে পড়ে থাকা কুমিল্লা বীরচন্দ্র গণপাঠাগার ও টাউনহল অডিটরিয়ামের সংস্কারের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে সোয়া তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে দরপত্র আহবান করা হয়। ১১ মার্চ ছিলো দরপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন পর্যন্ত মোট তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে। এর মধ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর এলাকার মেসার্স হক ইন্টারন্যাশনাল, ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকার মেসার্স পেরেন্টস্ এন্ড সন্স এবং কুমিল্লা নগরীর ছোটরা এলাকার জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠান এমএনএইচ এন্ড আরএএম দরপত্র জমা দিয়েছেন।
কুমিল্লা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, স্বচ্ছতার সাথেই সবকিছু হচ্ছে। এখানে লুকোচুরির কিছু নেই। যে কয়েকটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিয়েছেন তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে কাজের দায়িত্ব দেওয়া হবে। 












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
এলো খুশির ঈদ
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
দাউদকান্দিতে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জিলা স্কুলে গ্র্যান্ড ইফতার মাহফিল
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের চতুর্থ পুনর্মিলনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২