জহির শান্ত ।।
কুমিল্লার
ঐতিহ্যবাহী টাউন হল সংস্কারের জন্য দরপত্র আহবান করেছে জেলা পরিষদ। এ
সংস্কার কাজ করতে আগ্রহ প্রকাশ করে দরপত্র জমা দিয়েছে মাত্র তিনটি ঠিকাদারী
প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে মেসার্স হক ইন্টারন্যাশনাল, মেসার্স
পেরেন্টস এন্ড সন্স এবং এমএনএইচ এন্ড আরএএম (জয়েন্ট ভেঞ্চার)। কুমিল্লা
জেলা পরিষদের তত্ত্বাবধানে বীরচন্দ্র গণপাঠাগার ও সিটি অডিটরিয়াম সংস্কারে
ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৭২ হাজার ৬৯২ টাকা।
কুমিল্লা জেলা পরিষদ
সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই সংস্কারহীনভাবে পড়ে থাকা কুমিল্লা
বীরচন্দ্র গণপাঠাগার ও টাউনহল অডিটরিয়ামের সংস্কারের জন্য জেলা পরিষদের
পক্ষ থেকে সোয়া তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঠিকাদারী
প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে দরপত্র আহবান করা হয়। ১১ মার্চ ছিলো দরপত্র জমা
দেওয়ার শেষ দিন। এদিন পর্যন্ত মোট তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠান দরপত্র জমা
দিয়েছে। এর মধ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর এলাকার মেসার্স
হক ইন্টারন্যাশনাল, ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকার মেসার্স পেরেন্টস্ এন্ড সন্স
এবং কুমিল্লা নগরীর ছোটরা এলাকার জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠান এমএনএইচ এন্ড
আরএএম দরপত্র জমা দিয়েছেন।
কুমিল্লা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা
মোঃ নজরুল ইসলাম জানান, স্বচ্ছতার সাথেই সবকিছু হচ্ছে। এখানে লুকোচুরির
কিছু নেই। যে কয়েকটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিয়েছেন তাদের মধ্য থেকে
যাচাই-বাছাই করে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে কাজের দায়িত্ব দেওয়া হবে।