বুধবার ২ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১
এম সাদেক স্মৃতি পাঠাগার উদ্বোধন
প্রকাশ: রোববার, ২৩ মার্চ, ২০২৫, ২:৩০ এএম আপডেট: ২৩.০৩.২০২৫ ২:৪০ এএম |



 এম সাদেক স্মৃতি পাঠাগার উদ্বোধন নিজস্ব প্রতিবেদক: প্রথম আলো বন্ধুসভার কুমিল্লা জেলা কমিটির ব্যবস্থাপনায় কান্দিরপার নাহার প্লাজায় প্রথম আলো অফিসে প্রয়াত প্রথম আলোর ফটো সাংবাদিক এম সাদেকের স্মরনে এম সাদেক স্মৃতি পাঠাগার উদ্বোধন, ইফতার ও দোয়া অনুষ্ঠান বন্ধুসভা কুমিল্লা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের কলেজের সাবেক অধ্যক্ষ বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন বন্ধুসভার উপদেষ্টা  শাহ মো. আলমগীর খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বন্ধুসভার উপদেষ্টা জামিল আহমেদ খন্দকার, দৈনিক প্রথম আলো কুমিল্লার প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা আবদুর রহমান। প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার সাধারণ সম্পাদক প্রশান্ত কর্মকারে পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা জুয়েল। 
এম সাদেক স্মৃতি পাঠাগারে উদ্যোগকে অভিনন্দন জানিয়ে অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন,  আজকের এই মহতী আয়োজনের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। একটি পাঠাগার কেবল বইয়ের সংগ্রহশালা নয়, এটি একটি জ্ঞানের বাতিঘর, যেখানে পাঠকরা নিজেদের জ্ঞানের আলোয় আলোকিত করতে পারেন। বই মানুষের পরম বন্ধু, যা আমাদের কল্পনাশক্তিকে প্রসারিত করে, নতুন চিন্তাধারার সাথে পরিচয় করিয়ে দেয় এবং আমাদের সৃজনশীলতাকে জাগিয়ে তোলে।
শাহ মো. আলমগীর খান বলেন, প্রথম আলো বন্ধুসভা সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে কাজ করে। এর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী ও তরুণদের সামাজিক ও ব্যক্তিগত উন্নয়নে উৎসাহিত করা হয়। 
জামিল আহমেদ খন্দকার বলেন, জ্ঞানার্জনের মাধ্যমে একটি জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে। তাই, জ্ঞানার্জনের জন্য পাঠাগারকে প্রাণবন্ত ও কার্যকর রাখতে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে।
দৈনিক প্রথম আলো কুমিল্লার প্রতিনিধি আবদুর রহমান বলেন, আমি আশা করি বন্ধুসভার বন্ধুরা, শিক্ষার্থী ও পাঠকেরা এম সাদেক স্মৃতি পাঠাগারে আসবেন, বই পড়বেন এবং নিজেদের মেধা ও মননকে সমৃদ্ধ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার কুমিল্লা জেলা কমিটির সহ সভাপতি শামসুজ্জোহা মৃদুল, যুগ্ন সম্পাদক মাহির বিন আইয়ুব, তানিম তাবাসসুম নিধি, সহ সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ, দপ্তর  সম্পাদক মো.সাকিব হেসেন, প্রচার সম্পাদক নেয়ামত উল্লাহ, ক্রীড়াও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অতনু ধর, পরিবেশও সমাজকল্যান সম্পাদক পূজা রানী দাস, মুক্তিযুদ্ধও গবেষণা সম্পাদক আলা উদ্দিন, বন্ধুসভার সদস্য প্রমিত রায়, ফারুকসহ বন্ধুসভার সদস্যরা।
















সর্বশেষ সংবাদ
নির্বাচনের আগেই জুলাইয়ে গণহত্যার বিচার চান কুমিল্লার তিন শহীদ পরিবার
কুমিল্লায় ঘাস নিয়ে নদীতে নিখোঁজ কৃষক, চার ঘন্টা পর উদ্ধার হলো মরদেহ
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কুমিল্লার চান্দিনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৩ জন নিহত
মুসল্লিদের ঢল নেমেছিল কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে। স্বস্তির ঈদ জামাত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জিলা স্কুলে গ্র্যান্ড ইফতার মাহফিল
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের চতুর্থ পুনর্মিলনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২