সোমবার ৩১ মার্চ ২০২৫
১৭ চৈত্র ১৪৩১
ঐকমত্য কমিশন: বাকি সংলাপ ঈদের পর
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১:৩৭ এএম আপডেট: ২৪.০৩.২০২৫ ১:৪৪ এএম |





   ঐকমত্য কমিশন:  বাকি সংলাপ ঈদের পরসংস্কার কমিশনগুলোর সুপারিশ প্রশ্নে আরও চারটি দল জাতীয় ঐকমত্য কমিশনের কাছে মতামত জমা দিয়েছে। রোববার জমা দেওয়া এ চার দলসহ মোট ২০টি দল এ পর্যন্ত মতামত দিয়েছে। অপরদিকে এদিন পর্যন্ত ঐকমত্য কমিশন চারটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে।
কমিশন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, রোজার ঈদের আগে সংলাপ হবে না। ঈদের পর পর্যায়ক্রমে বাকি দলগুলোর সঙ্গে সংলাপে বসবে কমিশন।
২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ১১টি কমিশন গঠন করেন।
এরইমধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কারের জন্যে গঠিত ছয় কমিশন তাদের সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। পরে আরও দুটি কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
প্রথম দফায় গঠিত ছয় কমিশনের প্রতিবেদনে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর ১৩ মার্চের মধ্যে মতামত জানাতে ৩৮টি দলকে অনুরোধ জানিয়েছিল ঐকমত্য কমিশন। সেদিন চারটি দল মতামত দিয়েছিল।
রোববার মতামত দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)।
তার আগে মতামত দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম ও ‘আম জনতার দল’, রাষ্ট্রসংস্কার আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ লেবার পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও নাগরিক ঐক্য।
কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন।
এ পর্যন্ত এলডিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ লেবার পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে আলোচনা করেছে কমিশন।
রোববার দুপুরে বিএনপির দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শেরেবাংলা নগরে সংসদ ভবনে যান। সেখানে এলডি হলে তারা কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে মতামত জমা দেন।
পরে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের নেতৃত্বে ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব নিয়ে নিজেদের মতামত জমা দিয়েছে দলটি৷
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও বাসদ (মার্কসবাদী) এর কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানার নেতৃত্বে প্রতিনিধিদল তাদের মতামত কমিশনের কাছে জমা দেন।
এর আগে সকালে সংস্কার প্রশ্নে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
এ সময় ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।














সর্বশেষ সংবাদ
মুসল্লিদের ঢল নেমেছিল কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে। স্বস্তির ঈদ জামাত
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
এলো খুশির ঈদ
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জিলা স্কুলে গ্র্যান্ড ইফতার মাহফিল
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের চতুর্থ পুনর্মিলনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২