সোমবার ৩১ মার্চ ২০২৫
১৭ চৈত্র ১৪৩১
দল গোছাতে ঐক্যের বিকল্প নেই: জাকারিয়া সুমন
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১:৩৪ এএম আপডেট: ২৪.০৩.২০২৫ ১:৪৫ এএম |







 দল গোছাতে ঐক্যের বিকল্প নেই: জাকারিয়া সুমনবিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন বলেছেন, সুন্দর ও শান্তিপূর্ণ সম্মেলনের মাধ্যমে আমরা বিএনপির প্রতিটি ইউনিটের কমিটি গঠন করতে চাই।দলের পরীক্ষিত নেতাকর্মীদেরকে দিয়েই কমিটি সাজানো হবে। এজন্য দলের নেতা-কর্মীদের সহযোগিতা দরকার, ঐক্য দরকার। দল গোছাতে ঐক্যের বিকল্প নেই।
রোববার সকালে কুমিল্লা-৫ সংসদীয় আসনের বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সাংগঠনিক সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া।
বক্তব্যে জাকারিয়া তাহের সুমন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন- যে সমস্ত নেতাকর্মীরা গত ১৫-১৬ বছর নিপীড়িত হয়েছেন তাদেরকে মূল্যায়িত করা হবে। তাদেরকে আগলে রেখে দল গোছানো হবে। কোন আওয়ামী লীগার যেন কোনভাবেই কমিটিতে ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বিএনপির নেতা-কর্মীদের ত্যাগ তিতিক্ষা নিয়ে কোন প্রশ্ন নেই। দীর্ঘদিন ধরে তারা অত্যাচার-নিপীড়ন সহ্য করেছেন। দলের পরীক্ষিত নেতাকর্মীদেরকে দিয়েই কমিটি সাজানো হবে। তবে যারা দলকে ভালবাসেন তারা কমিটিতে না থাকলেও দলের জন্য কাজ করবেন। তাহলে দল শক্তিশালী হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মত-দ্বিমত থাকতে পারে, দিনশেষে আমরা সবাই বিএনপির কর্মী। কাউকে অসম্মান করা যাবে না; সবাইকে মিলেমিশে দলটা করতে হবে। দল গোছাতে ঐক্যের বিকল্প নেই। সাংগঠনিকভাবে বিএনপির সবাইকে একজোটে থাকতে হবে। অনেকে মনে করছেন আমরা ক্ষমতায় চলে এসেছি, আমরা কিন্তু ক্ষমতা এখনো আসি নাই। বিএনপি যেন ক্ষমতায় না আসতে পারে সেজন্য অনেক ষড়যন্ত্র চলছে। কারণ ষড়যন্ত্রকারীরা জানে- নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, এজন্য নির্বাচন পেঁচানোর ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাবেক পিপি উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলম, মোঃ জামাল খন্দকার, সদস্য ডা. নজরুল ইসলাম শাহীন, দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ মোস্তফা জামান, বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যৌথ ভাবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মোঃ জসিম উদ্দিন জসিম এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান। সার্বিক তত্বাবধান ও পরিচালনায় ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন। 
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ ইউসুফ তুহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ব্রিকস, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহ আলম খোকন, সাধারণ সম্পাদক আমির হোসেন, মোঃ মহসিন কবির চৌধুরী,উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন হাফিজ, ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মোঃ সালাহ উদ্দিন, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বেলায়েত খান মেম্বার, সহসভাপতি মোঃ আমির হোসেন বাদল, বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিন, ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম লাভলু, ষোলনল ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কাসেম, মোকাম ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন, বুড়িচং ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ ফরিদ উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মেম্বার, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি হাজী মীর কাসেম, সাধারণ সম্পাদক ডা. নওশের আহমেদ ভূইয়া, আলী আহাম্মদ মোস্তফা কামাল , উপজেলা কৃষক দলের সভাপতি হাজী মোঃ ছাদেকুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান,
উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাবেদ কাউসার সবুজ, যুগ্ম আহবায়ক যথাক্রমে মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, আবু নাসের মুন্সী, মোঃ মনির হোসেন ভূইয়া, মনিরুল ইসলাম ভূইয়া, নাজির মাহমুদ নছির, জি এইচ জুবায়ের,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম ভূইয়া, সদস্য সচিব মোঃ আব্দুল আলিম, মোঃ সোহেল রানা ভূইয়া, পীরযাত্রাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনির হোসেন জয়, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম জুলহাস, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, উপজেলা ছাত্র দলের আহবায়ক স্বপন আহাম্মদ পাখী, সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন ভূইয়া, যুগ্ম আহবায়ক তানজিবুর রহমান শুভ, জুবায়ের আহমেদ, প্রমূখ।
এসময় উপজেলার ৯ ইউনিয়ন এর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।














সর্বশেষ সংবাদ
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
এলো খুশির ঈদ
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
দাউদকান্দিতে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জিলা স্কুলে গ্র্যান্ড ইফতার মাহফিল
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের চতুর্থ পুনর্মিলনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২