বিএনপি’র
চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী
আমিনুর রশিদ ইয়াছিন বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ কোনো অপকর্ম করলে
তাকে ছাড় দেওয়া হবে না। দলকে রক্ষা করতে, দলের সুনাম অক্ষুণ্ন রাখতে যা
করতে হয়, তাই করা হবে। কিন্তু কোন অবস্থাতেই অপকর্ম মেনে নেওয়া হবে না। তাই
আসুন প্রতিজ্ঞা করি- দলকে বাঁচানোর জন্য, দলের সুনাম রক্ষা করার জন্য,
বেগম জিয়ার অস্তিত্ব ও সুনামকে রক্ষা করার জন্য, তারেক জিয়ার সুনামকে
রক্ষার জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামকে রক্ষা করার জন্য, কোন
অন্যায় কোন অপকর্ম করবো না। যদি কেউ অপকর্ম করে; সে যদি আমার অতি আদরের
সহকর্মীও হয় তাহলেও তাকে দল থেকে বহিস্কার করতে হয় আমরা রাজি আছি। কেননা
দলকে রক্ষার করতে হবে।
রবিবার (২৩ মার্চ) কুমিল্লা মহানগর ও আদর্শ সদর
উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির
বক্তৃতায় হাজী ইয়াছিন এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে
বাংলাদেশে মানুষ শান্তি পেয়েছে একমাত্র বিএনপি’র আমলে। দেশের উন্নতি হয়েছে
বিএনপির আমলে। দেশে গণতন্ত্র ফিরে আসছে জিয়াউর রহমানের আমলে। তাই মানুষ
মনে করে, যে দলটা দেশের ক্রান্তিকালে, যার হাত দিয়ে দেশের মানুষ শান্তি
পাইছে। ঠিক এই দু:সময়ে এই দলকে ক্ষমতায় দিলে আমরা অনেক বেশি শান্তিতে
থাকতে পারবো। আর এটা নির্ভর করবে আমরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর
রহমানের কর্মী হিসেবে মাঠে ঘাটে দেশে পরিচয় দিয়ে বেড়াচ্ছি এবং পরিচয় বহন
করছি । তাদের প্রতি আমার একটা অনুরোধ, আসেন আমরা আত্ম সমালোচনা করি। শহীদ
প্রেসিডেন্ট জিয়াউর রহমান চাঁদাবাজি করেন নাই। মানুষকে ডিস্টার্ব করেন
নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মীরা টেন্ডারবাজি করে না সুতরাং
এখনো করবে না। আমরা শান্তিতে থাকবো দেশের মানুষ শান্তিতে থাকবে। সুতরাং
আমরা জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় দেখতে চাই।
এবারের ভোট সত্যিকার অর্থে
ভোট হবে, জনগনের ভোট হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্টভাবে বলে
দিয়েছেন বাংলাদেশের জন্মের পরে সবচেয়ে কঠিনতম নির্বাচন হবে আগামী নির্বাচন।
এই নির্বাচনে জনগনের ভোট জনগনে দিবে যাকে খুশি তাকে দিবে। আপনার আমার
আচরণের উপর নির্ভর করবে আমাদেরকে ভোট দিবে না দৌড়ানি দিবে। আমি একটা কথাই
বলবো আমি বা আমার ঔরসজাত সন্তানও যদি কোন অন্যায়ের পক্ষে থাকে আপনারা
বাইন্ধা পুলিশকে খবর দিবেন। আমাদের আচরণের কারণে যেন আপনাদের পাশাপাশি
সাধারণ মানুষও হাতে তালি দেয় এটাই আমার অনুরোধ।
অনুষ্ঠানে প্রধান বক্তার
বক্তব্য প্রদান করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক ও কেন্দ্রীয়
বিএনপি’র কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন, বিশেষ অতিথি
ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাক মিয়া,
কুমিল্লা দক্ষিন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম,
যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর বিএনপি’র আহ্বায়ক উদবাতুল বারী
আবু। সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর বিএনপি’র সদস্য সচিব ইউসুফ মোল্লা
টিপু।