প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১:৩৪ এএম আপডেট: ২৫.০৩.২০২৫ ২:২০ এএম |
হাইকোর্টের
স্থগিতাদেশ উপক্ষো করেই কুমিল্লা-চাঁদপুর রুটে চলাচল করছে আইদি পরিবহন।
সম্প্রতি এ সড়কে চলাচলকারী আইদি পরিবহনের বাস পরিষেবায় স্থগিতাদেশ দেন
মহামান্যহাইকোর্ট। এর প্রেক্ষিতে আপীল বিভাগের চেম্বার জজ আদালতে
স্থগিতাদেশের বিরুদ্ধে আপীল করে আইদি পরিবহন কর্তৃপক্ষ। রবিবার এই আপীলের
শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে তাদের আবেদনের প্রেক্ষিতে নো-অর্ডার ডিরেকশন
দিয়ে পূর্বের স্থগিতাদেশ বহাল রাখা হয়। কিন্তু স্থগিতাদেশ অমান্য করেই
কুমিল্লা-চাঁদপুর সড়কে চলাচল করছে আইদি পরিবহন। এ নিয়ে বাস মালিক ও
শ্রমিকদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
এর আগে রুট পারমিট ছাড়াই
কুমিল্লা-চাঁদপুর সড়কে বাস চালু করে আইদি পরিবহন। এর বিরুদ্ধে কুমিল্লা
জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ হাইকোর্টে একটি রীট পিটিশন দাখিল করে। রীটের
প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট কুমিল্লা-চাঁদপুর সড়কে আইদি পরিবহনের চলাচলের
উপর স্থগিতাদেশ জারি করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী
ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি
ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ রিট শুনানি শেষে এ
স্থগিতাদেশ দেন।
স্থগিতাদেশের বিষয়ে কুমিল্লা জেলা পরিবহন মালিক
গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ ও মহাসচিব জলিশ আবদুর রব বলেন, রুট
পারমিট বিহীন ও সার্ভিসের অনুমতি ছাড়াই সম্পূর্ণ বেআইনী ও অবৈধভাবে বহিরাগত
লোকজনের মাধ্যমে জোরপূর্বক কুমিল্লা-চাঁদপুর রুটে বাস চালিয়ে যাচ্ছে আইদি
পরিবহন। বিষয়টি চলতি বছরের গত ১৩ ফেব্রুয়ারি প্রশাসনের নজরে আনা হয়েছে।
পরবর্তীতে এ রুটে অবৈধভাবে আইদি পরিবহনের বাস চলাচল বন্ধের নির্দেশনা চেয়ে
হাইকোর্টে রিট দায়ের করা হয়। মহামন্য হাইকোর্ট আমাদের দায়ের করা রীটের
শুনানির মাধ্যমে আইদি পরিবহনের বাস পরিষেবায় স্থগিতাদেশ দেন। পরবর্তীতে এ
স্থগিতাদেশের বিরুদ্ধে আইদি কর্তৃপক্ষ আপিল করে। আপিল শুনানী শেষে চেম্বার
জজ আদালত তাদের আবেদন নো-অর্ডার ডিরেকশন দিয়ে হাইকোর্টের দেওয়া পূর্বের
স্থগিতাদেশ বহাল রাখেন। কিন্তু সেই নিষেধাজ্ঞা সত্ত্বেও আইদি কর্তৃপক্ষ
তাদের বাস সার্ভিস চালু রেখেছে। এ বিষয়ে কুমিল্লা জেলা পরিবহন মালিক গ্রুপ
দুই জেলা প্রশাসনের কাছে হাইকোর্টের আদেশ দ্রুত কার্যকর করার জন্য জোর দাবি
জানিয়েছে।