নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লায় মূল্য তালিকা নকল করে অতিরিক্ত দরে জুতা বিক্রির
অভিযোগে অভিযাত্রী নামে এক শো-রুমকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা
অধিকারের। সোমবার দুপুরে কুমিল্লা নগরীর নিউ মার্কেট এবং কান্দিরপাড় এলাকায়
তদারকি অভিযান পরিচালনা করে ওই শো-রুমকে জরিমানা করা হয়।
কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাউছার মিয়ার নেতৃত্বে চলে এ অভিযান।
তিনি
জানান, কান্দিরপাড়ের জুতার শো-রুম অভিযাত্রী ঈদ বাজার অধিক মুনাফার লোভে
জুতার মূল্য জালিয়াতি করে বিক্রয় করে আসছিলেন। অভিযানে প্রমাণ পাওয়ায়
অভিযাত্রীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিএসটিআই কুমিল্লা প্রতিনিধি আমিনুল ইসলাম, ছাত্র প্রতিনিধি এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।
এছাড়াও এদিন নিউমার্কেটে নিম্নমানের ট্যাংক ও মুল্য তালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।