নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লার তিতাসে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন এবং কৃষি
জমি ভরাটের অভিযোগে কর্তৃপক্ষে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ
আদালত। সোমবার উপজেলার সাতানি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
তিতাস
উপজেলার সহকারী কমিশনার মিলন চাকমা বলেন, ড্রেজার বসিয়ে বালু উত্তোলন ও
কৃষি জমি ভরাটের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫
অনুযায়ী এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি উপজেলার
বাতাকান্দি বাজারে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৮৯
অনুযায়ী আরও একজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।