সোমবার ৩১ মার্চ ২০২৫
১৭ চৈত্র ১৪৩১
হার না মানা ১৪৪, গাজী গ্রুপকে একাই জেতালেন বিজয়
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১:২৭ এএম আপডেট: ২৬.০৩.২০২৫ ২:১৩ এএম |


 হার না মানা ১৪৪, গাজী গ্রুপকে একাই জেতালেন বিজয়

সর্বশেষ বিপিএলের শেষ ম্যাচ ধরলে টানা তিন ইনিংসে শূন্য রানে সাজঘরে ফেরেছিলেন এনামুল হক বিজয়। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম দুই ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জ ও অগ্রনী ব্যাংকের বিপক্ষে রানের খাতা খূলতে পারেননি এনামুল হক বিজয়। অতিবড় ভক্তও বেদনায় নীল হয়ে পড়েছিলেন প্রিয় ব্যাটারের এমন বাজে শুরু দেখে।
কিন্তু তারপর বিজয় অনন্য কৃতিত্বে মাঠ মাতাবেন, একের পর এক ম্যাচ জেতানো ব্যাটিং নৈপূন্যে বীর বনে যাবেন, তা কে জানতো? কিন্তু বাস্তবে হয়েছে সেটিই হয়েছে। বিজয় যেন সেই কল্পলোকের রাজ্যজয়ী বীর, যার ব্যাট খোলা তরবারি। সেই তরবারি দিয়ে প্রতিপক্ষ দলের বোলিং-ফিল্ডিং লন্ডভন্ড হয়ে যায় এক ঝিলিকে।
এক বা দুটি নয়। টানা ৬ ম্যাচে (৬৯, ৫২, ৪৮, ১৪৯*, ৬৮, ১৪৪*) বিজয় দুর্বার, দুর্মনীয়। তাকে থামায় এমন সাধ্য কার? শুনতে যেমনই মনে হোক, এখন বিজয়ের ব্যাটের যে উল্কার গতি ও শাণিত রূপ, সেটি থামানোর বোলিং নেই প্রিমিয়ার লিগের বোলারদের।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেএসপি ৪ নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে একাই গাজী গ্রুপ ক্রিকেটার্সকে জেতালেন বিজয়। দেখিয়ে দিলেন তিনি এখন ফুটছেন টগবগ করে। তাকে থামানোর শক্তি-সামর্থ্য নেই বোলারদের।
গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে গাজী গ্রুপের দরকার ছিল ২৮২ রানের। ওপেনার সাদেকুর রহমান (৪৫) ছাড়া সে অর্থে আর কেউ রান পাননি। শামসুর রহমান শুভ (১০), গাজী তাহজিবুল (১৪) আমিনুল বিপ্লব (১০), মোহামেডানের বিপক্ষে ঝড় তোলা তোফায়েল আহমেদ (২৩), গাফফার সাকলাইন (৬) কারো ব্যাট কথা বলেনি। কিন্তু বিজয় দল জেতানো শতক উপহার দিয়ে দলকে লক্ষ্যে পৌঁছে দেন।
একা একপ্রান্ত আগলে রাখার পাশাপাশি দল জেতানো ওভারপ্রতি প্রয়োজনীয় লক্ষমাত্রাও ছুঁয়ে ফেলেন বিজয়। অধিনায়ক বিজয়ের ব্যাট থেকে ১৪২ বলে ১১ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১৪৪ রানের ইনিংস বেরিয়ে আসলে ৪ উইকেট হাতে রেখে ১০ বল আগে জয় তুলে নেয় গাজী গ্রুপ।
এবারের লিগে ৮ ম্যাচে গাজী গ্রুপের ষষ্ঠ জয় এটি। সমান ১২ পয়েন্ট নিয়ে বিজয়ের দল (০.৯৪৯) এখন রানরেটে মোহামেডান ( ০.৪৯৩) ও অগ্রণী ব্যাংকের (০.৭৩৪) ওপরে থেকে পয়েন্ট টেবিলে দ্বিতীয়।
অন্যদিকে গাজী গ্রুপের কাছে হেরে সপ্তমস্থানে গুলশান ক্লাব। ৮ ম্যাচে ৯ পয়েন্ট আজিজুল হাকিম তামিমের দলের।
সংক্ষিপ্ত স্কোর
গুলশান ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ২৮১/৮ (জাওয়াদ আবরার ২১, আজিজুল হাকিম তামিম ৫৩, লিটন দাস ৮৩, ইফতিখার ইফতি ২১, নাইম ইসলাম ১০, আলিফ হাসান ইমন ২৬, ইলিয়াস সানি ৩৮; আব্দুল গাফফার সাকলাইন ২/৫০, আবুল হাশেম ২/৪৬, আমিনুল বিপ্লব ২/৩৪)।
গাজী গ্রুপ: ৪৮.২ ওভারে ২৮৩/৬ (সাদেকুর ৪৫, এনামুল হক বিজয় ১৪৪*, শামসুর রহমান শুভ ১০, গাজী তাহজিবুল ১৪, বিপ্লব ১০, তোফায়েল ২৩; ইলিয়ান সানি ৩/৫৪)।
ফল: গাজী গ্রুপ ৪ উইকেটে জয়ী।














সর্বশেষ সংবাদ
মুসল্লিদের ঢল নেমেছিল কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে। স্বস্তির ঈদ জামাত
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
এলো খুশির ঈদ
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জিলা স্কুলে গ্র্যান্ড ইফতার মাহফিল
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের চতুর্থ পুনর্মিলনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২