সোমবার ৩১ মার্চ ২০২৫
১৭ চৈত্র ১৪৩১
সুযোগ নষ্ট করে ভারতের বিপক্ষে ড্র করল বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১:২৭ এএম আপডেট: ২৬.০৩.২০২৫ ২:১৪ এএম |


  সুযোগ নষ্ট করে ভারতের বিপক্ষে ড্র করল বাংলাদেশ

কিক অফের পরেই সুযোগ কড়া নাড়ল দরজায়, কিন্তু কী অবিশ্বাস্যভাবেই তা নষ্ট করল বাংলাদেশ। শাহরিয়ার ইমন কিক অফের শট নিলেন হামজার চৌধুরীর উদ্দেশে। তিনি বল রিসিভ করেই লং পাস বাড়ালেন ডান দিকে। মজিবুর রহমান জনি প্রস্তুত ছিলেন না, ভারতীয় গোলকিপার বিশাল কাইথ বল ক্লিয়ার করতে গিয়ে তুলে দিলেন তার পায়েই! কিন্তু ফাঁকা পোস্টে জনি দূরূহ কোণ থেকে বাইরের জাল কাঁপালেন তাড়াহুড়া করে শট নিয়ে!
এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে মঙ্গলবার ভারতের বিপক্ষে, বিশেষ করে প্রথমার্ধে একাধিক সুযোগ পেল বাংলাদেশ। কাজে লাগাতে পারল না একটিও। চেনা মাঠে, দর্শকের সামনে আলো ছড়াতে পারলেন না অবসর ভেঙে ফেরা সুনিল ছেত্রি; ভারতও পেল না জালের দেখা। তাতে গোলশূন্য সমতায় শেষ হলো দুই দলের লড়াই।
শুরু থেকে আত্মবিশ্বাস নিয়ে খেলতে থাকে বাংলাদেশ। দশম মিনিটে শাকিল আহাদ তপুর ক্রসে ইমনের হেড পোস্টের বাইরে দিয়ে যায়। একটু পর রাকিব ও জনির মধ্যে থেকে কর্নারের বিনিময়ে বিপদমুক্ত করেন এক ডিফেন্ডার। কর্নার নিতে আসেন হামজা। গ্যালারি থেকে এবার শুরু হয় দুয়ো! অথচ শেফিল্ড শিল্ডে খেলা এই বাংলাদেশি ফুটবলারকে কিক অফের আগে নাম ঘোষণার সময় উল্লাস করে স্বাগত জানিয়েছিল দর্শকরা!
হামজার কর্নার গ্লাভসে নেওয়ার পর ইন্ডিয়ান সুপার লিগে রেকর্ড ৫০ ম্যাচ ক্লিনশিট রাখা কাইথের কল্যাণে সুযোগ আসে আবারও। তার গোল কিক শাকিল আহাদ তপুর পিঠে লেগে বল চলে যায় বক্সের ভেতরে থাকা হৃদয়ের পায়ে। এই মিডফিল্ডারের শট কর্নারের বিনিময়ে ফেরান শুভাশিষ বোস।
অষ্টাদশ মিনিটে শেখ মোরসালিনের ক্রসে ইমন ঠিকঠাক মাথা ছোঁয়াতে পারেননি। পোস্টে বল থাকলে খুলতে পারত ম্যাচের ডেডলক। এর একটু পরই চোট নিয়ে মাঠ ছাড়ে অভিজ্ঞ ডিফেন্ডার তপু। তার বদলি নামেন রহমত মিয়া।
ছেত্রিকে কড়া পাহারায় রাখার কাজটুকু শুরু থেকে দারুণভাবে করছিলেন কাজী তারিক রায়হান। তাতে পোস্টে মিতুলকে তেমন কোনো পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছিল না। ২৮তম মিনিটে লিস্টন কোলাসোর কাছের পোস্টে নেওয়া শট অনায়াসে গ্লাভসে জমান তিনি।
৩১তম মিনিটে প্রথম কঠিন পরীক্ষার মুখোমুখি হন মিতুল। বাম দিক থেকে কোলাসোর ক্রসে উদান্তা সিংয়ের হেড গোল লাইন থেকে ফেরান শাকিল আহাদ তপু, এরপর ছোট বক্সের ভেতর থেকে ফারুক চৌধুরীর ফিরতি শট ঝাঁপিয়ে দ্বিতীয় প্রচেষ্টায় আটকে সে পরীক্ষায় উতরে যান মিতুল।
দশ মিনিটে পর আবারও জনি নষ্ট করেন সুবর্ণ সুযোগ। মাঝমাঠ থেকে উড়ে আসা বলে ইমনের হেড পাস করলে বল যায় তার কাছে। এক ছুটে বল পায়ে বক্সে ঢুকেও পড়েন তিনি। তখন সামনে কেবল ভারত গোলকিপার। অথচ না করলেন চিপ, না নিলেন শট, কাইথ ক্লিয়ার করলেন অনায়াসে।
দ্বিতীয়ার্ধে ছন্দে ফিরে ভারত। সেন্টার ব্যাক তপু বর্মনের অনুপস্থিতিও কিছুটা যেন অনুভূত হতে থাকে। প্রথমার্ধের বন্দিদশা থেকে বেরিয়ে সুনিল হানা দিতে থাকেন বারবার। ৫৫তম মিনিটে কোলাসোর ক্রসে সুনিলে লাফিয়ে উঠেও বলের নাগাল পাননি আন্তর্জাতিক ফুটবলের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। একটু পর সুনিলের হেড হামজা লাফিয়ে আটকান। ভারতীয় কিংবদন্তি অবশ্য হ্যান্ডবলের দাবি তুলেন, সাড়া দেননি রেফারি।
৬২তম মিনিটে দুটি পরিবর্তন আনেন হাভিয়ের কাবরেরা। ইমন ও জনিকে তুলে ফয়সাল আহমেদ ফাহিম ও চন্দন রায়কে নামান বাংলাদেশ কোচ। একটু পর কর্নার থেকে পাওয়া বলে ছেত্রির শট উড়ে যায় ক্রসবারের অনেক উপর দিয়ে।

দশ মিনিট পর বিপদে পড়তে পারত বাংলাদেশ। এই মাঠে পা পিছলে পড়ে যাওয়া নিয়ে খোদ ভারত কোচ উষ্মা জানিয়েছিলেন মালদ্বীপ ম্যাচের পর। একই পরিস্থিতির মুখোমুখি হলো বাংলাদেশ। সাদউদ্দিনের ব্যাক পাস ধরতে গিয়ে পিছলে পড়ে যান সাদউদ্দিন, বল চলে যায় ছেত্রির কাছে। তার ছোট পাসে সুরেশ সিংজাঙ্গমের শট পোস্টের বাইরে দিয়ে যায়।
একটু পরই এ অর্ধের জড়তা কাটিয়ে ওঠার ইঙ্গিত দেয় বাংলাদেশ। কিন্তু রাকিবের আড়াআড়ি ক্রসে ফাহিমের শট উড়ে যায় পোস্টের অনেক বাইরে দিয়ে। মাঝমাঠের নিয়ন্ত্রণ ফিরে পেতে ৭৯তম মিনিটে দুটি বদলি করেন কাবরেরা। হৃদয় ও মোরসালিনকে তুলে সোহেল রানা ও সোহেল রানা জুনিয়রকে নামান তিনি।
৮৫তম মিনিটে দলের সর্বোচ্চ গোলদাতা ছেত্রিকে তুলে নেন ভারত কোচ। বদলি নামেন ইরফান ওয়াদুদ। শেষ দিকে বক্সের বাইরে থেকে ফাহিমের শট আটকে ভারতের ত্রাতা কাইথ। যোগ করা সময়ের শেষ মিনিটে রাকিবের শট ক্রসবারের উপর দিয়ে যায়। তাতে যে উচ্ছ্বাস, উন্মাদনা নিয়ে শুরু হয়েছিল দুই প্রতিবেশির ম্যাচটি, দুই দলের জন্যই শেষটা হয়েছে সমতার স্বস্তিতে।















সর্বশেষ সংবাদ
মুসল্লিদের ঢল নেমেছিল কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে। স্বস্তির ঈদ জামাত
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
এলো খুশির ঈদ
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জিলা স্কুলে গ্র্যান্ড ইফতার মাহফিল
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের চতুর্থ পুনর্মিলনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২