কুমিল্লার
পর্যটকদের সুবিধার্থে কুমিল্লা নিউমার্কেটের পঞ্চম তলায় ট্রাভেল গুরুস,
টেক গুরুস এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা সিটি
কর্পোরেশনের নিউমার্কেটের পঞ্চম তলায় ফিতা কেটে ও দোয়া মোনাজাতের মধ্য
দিয়ে উদ্বোধন করা হয়।
ট্রাভেল গুরুস এটি একটি পূর্ণাঙ্গ ট্রাভেস
এজেন্সি যার মাধ্যমে বিশ্বের যেকোনো দেশের টুরিস্ট ভিসা সেবা পাওয়া যাবে।
বিশেষ করে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সেনজেনভুক্ত দেশগুলোর ভিসা
প্রসেসিং এ ট্রাভেস গুরুস বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে থাকে।
তাদের
সেবার মতে আরও রয়েছে সাশ্রয়ী মূল্যে বিমান টিকেট, দেশ-বিদেশের আকর্ষণীয়
প্যাকেজ ট্যুর, হোটেল বুকিং, দ্রুত ও ঝামেলা মুক্ত ভিসা প্রসেসিং।
কুমিল্লায়
মোবাইল সার্ভিসিং ও প্রশিক্ষণের নতুন ঠিকানা টেক গুরুস। এখানে উদ্বোধনী
উপলক্ষে মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স এ রয়েছে ৫০% ডিসকাউন্ট।
২০
হাজার টাকার - তিন মাসের মোবাইল ট্রেনিং কোর্স মাত্র ১০ হাজার টাকায়। এখানে
মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স এ ইন্ডাস্ট্রি ও এক্সপার্টদের
তত্ত্বাবধানে আধুনিক যন্ত্রপাতি দ্বারা হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
তিন মাসে আপনি হয়ে উঠবেন দক্ষ ও মানসম্পন্ন।
মো: শাহজালাল প্রতিষ্ঠাতা
সি.ই.ও আব্দুল্লাহ আল মামুন, ডিরেক্টর মোঃ আলাউদ্দিন অপারেশন ম্যানেজার সহ
নিউ মার্কেট ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক
ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা
কামনা করে দোয়া মোনাজ করা হয়।