সোমবার ৩১ মার্চ ২০২৫
১৭ চৈত্র ১৪৩১
ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাসে২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ওজাতীয় দিবস পালন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১:৪৪ এএম আপডেট: ২৭.০৩.২০২৫ ২:০৯ এএম |


  ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাসে২৫ মার্চ গণহত্যা দিবস  এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ওজাতীয় দিবস পালনইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫ উপলক্ষ্যে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্টব্যক্তিবর্গের সমন্বয়ে কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ মোঃ জাকিরুল ইসলামের সভাপতিত্বে ঐতিহাসিক মহানমুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয় এবং ২৬ই মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস২০২৫ উপলক্ষে ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় দিবস ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
উল্লেখযোগ্য কর্মসূচীর মধ্যে ভোর ৬ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় ও কলেজ পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১টায়কাবিলা ক্যাম্পাসে শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী সমেত একটি বর্ণাঢ্য র‌্যালীক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসে স্থাপিত শানিত’৭১ বিজয় মঞ্চে পুস্পস্তবক অর্পন করে মহান স্বাধীনতা সংগ্রামেনিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরবর্তীতে মহান স্বাধীনতা ও জাতীয়দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশগ্রহণ করেন কলেজহাসপাতালের নির্বাহী পরিচালক জনাব জাহাঙ্গীর ভূঁইয়া এবং সাবেক পরিচালক (হাসপাতাল) ও অনকোলজী বিভাগেরবিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ খোরশেদ আলম। আলোচনা সভায় উপস্থিত ছিলেন যথাμমে- ইস্টার্ন মেডিকেলকলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচীর মধ্যে অত্র হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মাঝে উন্নতমানের খাবারসরবরাহ ও পরিবেশন করা হয়।

















সর্বশেষ সংবাদ
মুসল্লিদের ঢল নেমেছিল কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে। স্বস্তির ঈদ জামাত
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
এলো খুশির ঈদ
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জিলা স্কুলে গ্র্যান্ড ইফতার মাহফিল
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের চতুর্থ পুনর্মিলনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২