সোমবার ৩১ মার্চ ২০২৫
১৭ চৈত্র ১৪৩১
বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে স্বাধীনতা দিবস উদযাপন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ২:০২ এএম আপডেট: ২৭.০৩.২০২৫ ২:১১ এএম |


  বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের  প্রত্যয়ে স্বাধীনতা দিবস উদযাপননিজস্ব প্রতিবেদক: বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ের মধ্য দিয়ে কুমিল্লায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের অংশ হিসেবে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন ভোর থেকে ফুল হাতে কুমিল্লা টাউন হলেরও শহীদ মিনার প্রাঙ্গণে হাজির হতে থাকেন হাজারও মানুষ। নানান ব্যানারে নানান সংগঠনের নামে, কেউ আবার পরিবার পরিজন নিয়ে স্বাধীনতার সংগ্রামে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসেন কুমিল্লাবাসী। 
২৬শে মার্চ বুধবার ভোরে টাউন হল মাঠ শহীদ মিনারে একত্রিশ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্ম^রণে গার্ড অব অনার প্রদান করা হয়। 
এসময় জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার, কুমিল্লা রিজিওন হাইওয়ে পুলিশ সুপার মোঃ খায়রুল আলম, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শামছুল আলম উপস্থিত ছিলেন। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কেন্দ্রীয় কারাগার, টুরিস্ট পুলিশ, জেলা শিল্পকলা একাডেমী, নজরুল ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস, রাজনৈতিক নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 
এসময় তারা বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই শুরু হয়েছিল ১৯৭১ সালের ২৬ মার্চ। এবার ৫৫তম মহান স্বাধীনতা দিবস ও গৌরবময় জাতীয় দিবস। স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধা জানাতে পেরে গর্ববোধ করছি। 
কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এক মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে উপভোগ করেন অতিথি ও কুমিল্লাবাসী। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নিয়ে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এছাড়াও কুমিল্লায় সকল উপজেলায় পৃথব পৃথক ভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। 
দিবসটি উপলক্ষ্যে কুমিল্লার বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ২৬ মার্চমহান স্বাধীনতা দিবসবাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক আসে এই দিনে। সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় নেয় এদেশের সাধারণ মানুষ। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।
এদিকে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কুমিল্লার বাদুরতলায় ধর্মসাগর পাড়ের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা আয়োজন করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপি। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন। এসময় কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সভাটি সঞ্চালনায় ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। সভায় বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। 
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় মহানগর জামায়াতের কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে। কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ মোছলেহ উদ্দিন।মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক মফিজুর রহমান, মু.লুৎফুর রহমান খান মাসুম, শ্রমিক নেতা অধ্যাপক রফিকুল ইসলাম।
 অন্যদিকে ২ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ৭১ ও ২৪ এর আহত এবং শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। কুমিল্লা নগরীর চাঙ্গিনী পুলিশ ফাড়ি সংলগ্ন মাঠে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, ৮০এর দশকের ছাত্র নেতা শাহ মোহাম্মদ সেলিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক মোঃ আবু রায়হানসহ আমন্ত্রিত অতিথিগণ।
অপর দিকে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নগরীর একটি পার্টি সেন্টারে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এবি পার্টি কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মুহা. সামদানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব , কুমিল্লা ৫ সংসদীয় আসনের প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা জেলা আহ্বায়ক, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা জেলার উপদেষ্টা কর আইনজীবী এড. মো. আশরাফ উদ্দিন। আলোচনা শেষে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাসুম হাসান ।
















সর্বশেষ সংবাদ
মুসল্লিদের ঢল নেমেছিল কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে। স্বস্তির ঈদ জামাত
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
এলো খুশির ঈদ
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জিলা স্কুলে গ্র্যান্ড ইফতার মাহফিল
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের চতুর্থ পুনর্মিলনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২