বাংলাদেশের
ক্রিকেটাররা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পান কমই। তবে এবার
পিএসএলে খেলার সুযোগ এসেছে বাংলাদেশের তিন ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস ও
রিশাদ হোসেনের। এই তিন ক্রিকেটারকেই পিএসএলে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস আজ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
১১
এপ্রিল শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। পিএসএল চলার
সময়ই বাংলাদেশে দুই টেস্টের সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে দল। আর নাহিদ রানা
ও লিটন দাস তো বাংলাদেশ টেস্ট দলের তুরুপের তাস। সে কারণেই দুজনের পিএসএলে
খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। ছাড়পত্র পাওয়ায় সেই শঙ্কা আপাতত কেটে গেছে।
রিশাদের বিষয়টি কিছুটা ভিন্ন। তিনি এখনো টেস্ট দলে ডাক পাননি।
রিশাদ ও
লিটনকে পিএসএলের পুরো মৌসুমের জন্যই ছাড়পত্র দিয়েছে বিসিবি। তবে নাহিদ পুরো
মৌসুমের ছাড়পত্র পাননি। তিনি পাকিস্তানে যাবেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম
টেস্টের পর। নাহিদকে পুরো মৌসুমের জন্য ছাড়পত্র না দেওয়ার পেছনে আরেকটি
কারণ তাঁর ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট, জানিয়েছেন শাহরিয়ার নাফীস।
জিম্বাবুয়ে
দল বাংলাদেশে আসবে আগামী ১৫ এপ্রিল। দুই টেস্ট সিরিজের প্রথমটি সিলেটে
শুরু হবে ২০ এপ্রিল। নাহিদের দল পেশোয়ার জালমি মাঠে নামবে ১২ এপ্রিল। ২০
এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে পেশোয়ারের ম্যাচ আছে
৩টি, যার সর্বশেষটি ১৯ এপ্রিল। ২৪ তারিখ পর্যন্ত টেস্ট চললে এর মধ্যে ম্যাচ
আছে আরও ২টি। মানে কমপক্ষে ৫টি ম্যাচ মিস করতে যাচ্ছেন নাহিদ রানা।
লিটন খেলবেন করাচি কিংসে আর রিশাদকে নিয়েছে লাহোর কালান্দার্স।