সোমবার ৩১ মার্চ ২০২৫
১৭ চৈত্র ১৪৩১
চান্দিনার এলডিপির ইফতার মাহফিলে রেদোয়ান
‘২০১৪ সালে নির্বাচনে অংশ নিতে শত কোটি টাকা ও মন্ত্রীত্বের প্রস্তাব দিয়েছিলেন’
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১:৩৯ এএম আপডেট: ২৮.০৩.২০২৫ ২:২৩ এএম |



‘২০১৪ সালে নির্বাচনে অংশ  নিতে শত কোটি টাকা ও  মন্ত্রীত্বের প্রস্তাব দিয়েছিলেন’ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন- ‘শেখ হাসিনা ২০১৪ সালে নির্বাচনে অংশগ্রহণের জন্য আমাকে এবং কর্নেল অলি আহমেদ কে ১শত কোটি টাকা, ১০টি সংসদীয় আসন এবং দুই জনকে মন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলেন। আমরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি।’
বাড়েরা ইউনিয়ন এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে বাড়েরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন- ‘জনগণের কল্যাণেই রাজনীতি করা উচিৎ। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে।’ এসময় মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
বাড়েরা ইউনিয়ন এলডিপি সভাপতি অধ্যাপক রুহুল আমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান একেএম শামছুল হক মাস্টার, এলডিপির কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, সাবেক চেয়ারম্যান জালাল উদ্দীন কালা।
উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কুর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাড়েরা ইউনিয়ন এলডিপি সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবু তাহের, চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভুঁইয়া, গণতান্ত্রিক যুবদল সভাপতি মো. দুলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, গণতান্ত্রিক  স্বেচ্ছাসেবকদল সভাপতি ফরহাদ ভুঁইয়া, গণতান্ত্রিক  ছাত্রদল সভাপতি রয়েল রাফি, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, উপজেলা গণতান্ত্রিক ছাত্রদল নেতা অরুন রায় রুপক, বশির, জাহাঙ্গীর, জহির, মোস্তফা প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাড়েরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মাওলানা আবু তাহের।
















সর্বশেষ সংবাদ
মুসল্লিদের ঢল নেমেছিল কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে। স্বস্তির ঈদ জামাত
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
এলো খুশির ঈদ
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জিলা স্কুলে গ্র্যান্ড ইফতার মাহফিল
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের চতুর্থ পুনর্মিলনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২