সমাজসেবায়
বিশেষ অবদানের জন্য কুমিল্লার কৃতি সন্তান কামরুজ্জামানকে সন্মাননা প্রদান
করা হয়। গত ১৫ মার্চ নিউইয়র্কের হোটেল খলিল পার্টি হলের ব্রন্স এ
কামরুজ্জামান শামীমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান
অতিথি সিনেটর নাথালিয়া ফার্নান্ডেল। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ এন
মজুমদার।
রমজান মাসে নাথালিয়া সিনেটর ফানান্ডের্ল ইউএসএতে সর্বোচ্চ
সমাজসেবা ও আর্থিক সেবাপ্রদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়।
কামরুজ্জামান শামীম কুমিল্লা আর্দশ সদর উপজেলার ৪নং আমড়াতলী ইউনিয়নের সাবেক
চেয়ারম্যান আব্দুল করিমের বড় ছেলে। বাবার সমাজ সেবাকে পুঁজি করে প্রবাসের
মাটিতে সমাজসেবার গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন কামরুজ্জামান শামীম।
জানা
গেছে, নিউইয়র্ক স্ট্যাট’র সিনেটর প্রতি বছর সামাজিক কাজে অবদান ও অসহায়
দুস্থ মানুষের পাশে দাঁড়ান এমন লোকদের নির্বাচিত করে তাদেরকে এই
সার্টিফিকেট প্রদান করেন। কামরুজ্জামান শামীম বিগত দিনে প্রবাসের থাকাকালে
নিউইয়র্কের পাশাপাশি নিজ ইউনিয়ন আমড়াতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসহায়
মানুষদের আর্থিক সহযোগিতাসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাচ্ছন।
এছাড়াও
তিনি, অসহায় পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। কোভিড-১৯
করোনাকালীন সময়ে নিজ ইউনিয়নের মানুষের পাশে খাদ্য সহায়তাসহ বিভিন্ন
সহযোগিতা করেছেন। ২০২৪’র গোমতীর ভয়াবহ বন্যার সময় নদী ভাঙন এলাকায় যারা
বাড়িঘর হারিয়ে অসহায় অবস্থায় ছিলেন এমন পরিবারের খাদ্যসহায়তাসহ কয়েকটি
পরিবারের নতুন ঘর নির্মাণে সহযোগিতা করেছেন।
কামরুজ্জামান শামীম বলেন ,
যেভাবে বিগত দিনে মানুষের পাশে থেকে সহযোগিতা করেছি আগামী দিনেও আমার বাবা
মরহুম আব্দুল করিম চেয়ারম্যান’র আর্দশ ও নীতি অবলম্বন করে আমার নিজের
ইউনিয়নের মানুষের পাশে থাকব। নিউইয়র্ক স্টেট সিনেটর নাথালিয়া ফার্নান্ডেল
আমার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছেন। এতে আমি খুবই আনন্দিত হয়েছি। আমি
এ পুরস্কার আমার ইউনিয়ন আমড়াতলীবাসীর জন্য উৎসর্গ করলাম। আমি সকলের সুখে
দুখে পাশে থাকতে চাই। আমি সকলের নিকট দোয়া কামনা করছি।