হাইকোর্টের
স্থগিতাদেশ উপেক্ষা করে কুমিল্লা-চাঁদপুর সড়কে চলাচল করা আইদি পরিবহনের
অফিস সীলগালা করে দিয়েছে প্রশাসন। হাইকোর্টের নির্দেশনা মোতাবেক
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও
যৌথবাহিনীর সমন্বয়ে জেলা প্রশাসনের একটি টিম কুমিল্লার জাঙ্গালিয়া এলাকায়
আইদি পরিবহনের কাউন্টারে গিয়ে তা সীলগালা করে দেন।
এর আগে রুটপার্মিট ও
সার্ভিসের অনুমতি ছাড়াই কুমিল্লা-চাঁদপুর সড়কে অবৈধভাবে চলাচল শুরু করে
আইদি পরিবহন। পরবর্তীতে জেলা পরিবহন মালিক গ্রুপ বিষয়টি নিয়ে আদালতের
স্মরণাপন্ন হলে এ সড়কে আইদি পরিবহনের বাস চলাচলে স্থগিতাদেশ দেন মহামান্য
হাইকোর্ট। এর প্রেক্ষিতে আপীল বিভাগের চেম্বার জজ আদালতে স্থগিতাদেশের
বিরুদ্ধে লীভ টু আপীল করে আইদি পরিবহন কর্তৃপক্ষ। গত রবিবার এই আপীলের
শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে তাদের আবেদনের প্রেক্ষিতে নো-অর্ডার ডিরেকশন
দিয়ে পূর্বের স্থগিতাদেশ বহাল রাখা হয়। কিন্তু স্থগিতাদেশ অমান্য করেই
কুমিল্লা-চাঁদপুর সড়কে চলাচল করতে থাকে আইদি পরিবহন।
আদালতের নির্দেশনা
মোতাবেক বৃহস্পতিবার বিকেলে প্রশাসন কুমিল্লার জাঙ্গালিয়া এলাকায় আইদি
পরিবহনের কাউন্টারে গিয়ে তা সীলগালা করে এ পরিবহনের বাস চলাচল বন্ধ করে
দেন।
এদিকে প্রশাসনের টিম আইদির অফিস সীলগালা করে চলে যাওয়ার পর আইদি
পরিবহনের মালিক ও কিছু শ্রমিকসহ বহিরাগতদের নিয়ে জোরপূর্বক রাস্তা থেকে
গাড়ি চালানো শুরু করে। এসময় সাধারণ শ্রমিকরা তাদের বাঁধা দিলে বাকবিতণ্ডা ও
মারামারি হয়। এতে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হন
বলে জানা গেছে। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
পরবর্তীতে
চাঁদপুর জেলার হাজীগঞ্জে বোগদাদ পরিবহনের কিছু গাড়ি আটকিয়ে গাড়ির স্টাফদের
মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এসময় স্থানীয় লোকজনের সহায়তা স্টাফরা
উদ্ধার হয়। এর আগে কচুয়া থানাধীন কালিয়াপাড়া ও জগতপুর নামক স্থানে বহিরাগত
লোক দিয়ে বোগদাদ পরিবহনসহ অন্যান্য পরিবহনের বেশ কয়েকটি গাড়ি আটকিয়ে রাখে।
রাত ৯টা থেকে খাজুয়ারিয়া নামক স্থানে কুমিল্লা থেকে চাঁদপুরগামী বাসগুলোকে
ঈদের বন্ধের যাত্রীসহ খাজুরিয়া পেট্রোল পাম্পে জোড়পূর্বক প্রবেশ করিয়ে
যাত্রীদের নামিয়ে দিয়ে যাত্রীদেরকে জোরপূর্বক আইদি পরিবহনে তুলে চাঁদপুরের
দিকে বেআইনীভাবে গাড়ি চালাচ্ছে। সেই সাথে চাঁদপুরগামী গাড়িগুলোকে
যাত্রীশূন্য করে জোরপূর্বক কুমিল্লার দিকে ফেরত পাঠিয়ে দিচ্ছে বলে অভিযোগ
উঠেছে। এর মধ্যে একটি গাড়ি কুমিল্লার দিকে ফিরে আসতে না চাওয়ায় শাহরাস্তি
এলাকার মনির হোসেনের নেতৃত্বে বহিরাগত লোকজন ও তাদের কিছু শ্রমিক গাড়িটিকে
সড়কের পাশর্^বর্তী ধাক্কা দিয়ে খালে ফেলে দেয়। সেখানে ঘটে যাওয়া ঘটনাগুলো
তাৎক্ষণিক কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের পক্ষ থেকে চাঁদপুর জেলা
পুলিশ সুপার এবং কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।