সোমবার ৩১ মার্চ ২০২৫
১৭ চৈত্র ১৪৩১
সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ঈদ উপহার
মোঃ হুমায়ুন কবির মানিক ।।
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৭:২৪ পিএম |

সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ঈদ উপহারপবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের উদ্যোগে ও মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহায়তায় উপজেলার  সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
 শুক্রবার (২৮ মার্চ)সকাল ১০টা থেকে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের উপজেলার ঝলম গ্রামের বাড়ীতে দু’সহস্রাধিক অস্বচ্ছল পুরুষ ও মহিলাদের হাতে ঈদ উপহার হিসাবে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবী তুলে দেওয়া হয় এবং বিভিন্ন মাদরাসার প্রায় শতাধিক এতিম ও গবীর শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ জসিম উদ্দিন।
সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ঈদ উপহারএ সময় তিনি বলেন- মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম প্রতিষ্ঠাকালীন সময় থেকে মানবকল্যাণ মূলক বিভিন্ন কাজ করে আসছে।আমরা বিভিন্ন  সময় অসহায়, হত-দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ, শীত বস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, এতিমদের মাঝে নগদ অর্থ বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সহযোগিতা করে আসছি। তিনি উক্ত ফাউন্ডেশন ও ফোরামের মানবিক এবং  সেবামূলক কাজকে ত্বরান্বিত করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।আমাদের লক্ষ্য বাস্তবায়ন করতে পারলে একটি আধুনিক ও মডেল উপজেলা বাস্তবায়ন করা সম্ভব।
জসিম উদ্দিন বলেন -ঈদ মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব। কোন মানুষ যেন মনোহরগঞ্জ উপজেলার মধ্যে উক্ত উৎসব থেকে বঞ্চিত না থাকে। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।পরে  মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে  ঈদ উপহার পেয়ে মুখে হাসি ফুটলো দু’সহস্রাধিক সুবিধা বঞ্চিত মানুষ।
সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ঈদ উপহারএসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের প্রধান উপদেষ্টা আবদুল খালেক মোল্লা, উন্নয়ন ফোরামের নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম মিজি, সাইফুল ইসলাম, শিব্বির আহম্মদ, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবুল কাশেম, ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা সাবেক ছাত্রদল নেতা আরিফুর রহমান, ফাতেমাতুয যোহরা মহিলা মাদ্রাসার মোহতামিম মাওলানা মোঃ শরিফ উদ্দিনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।












সর্বশেষ সংবাদ
মুসল্লিদের ঢল নেমেছিল কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে। স্বস্তির ঈদ জামাত
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
এলো খুশির ঈদ
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জিলা স্কুলে গ্র্যান্ড ইফতার মাহফিল
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের চতুর্থ পুনর্মিলনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২