আলমগীর হোসেন,দাউদকান্দি
দেশের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুর পূর্ব পেন্নাই পহল্লুদ্দিপাড় এলাকায় সড়কের উপর অবৈধ ভাবে বালু ফেলে স্তুপ করা হয়।
ঈদ পূর্ব মুহূর্তে যখন প্রশাসন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ঠিক তখনই দায়িত্বজ্ঞানহীন ভাবে স্থানীয় হোসেন মিয়া নামের এক ব্যক্তি সড়কের উপর বালুর স্তুপ ফেলে রাখে। এতে কুমিল্লামুখী যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।
বিষয়টি নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নজরে আসলে তিনি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলামকে অবহিত করেন।
২৮ মার্চ শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ, দাউদকান্দি হাইওয়ে থানা ও নিরাপদ সড়ক চাই দাউদকান্দি শাখার সদস্যরা স্থানীয়দের সাথে নিয়ে তার দ্রুত অপসারণ করেন।
এসময় মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ সড়কে বালু, ইট ও পাথরের স্তুপ না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।