সারা
দেশ থেকে সম্ভাবনাময় ও প্রতিভাবান স্পিনার তুলে আনতে এবার ‘স্পিনার হান্ট’
করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী জুনে সব ধরনের স্পিনারের খোঁজে নামবে
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ।
গত বছর দেশের আনাচে-কানাচে থেকে একঝাঁক
রিস্ট স্পিনার খুঁজে বের করেছিলেন গেম ডেভেলপমেন্টের কোচ শাহেদ মেহমুদ।
এবার ব্যাপ্তি আরও বাড়িয়ে সব ধরনের স্পিনার নিয়ে কাজ করবেন সাবেক
পাকিস্তানি লেগ স্পিনার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই খবর জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার।
“আমরা
জুনে স্পিন হান্ট করব। সব ধরনের স্পিনারদের নিয়ে হবে এটি। গত বছর শুধু
রিস্ট স্পিনার হান্ট করেছিলাম। তবে এবার অফ স্পিনার, লেগ স্পিনার, বাঁহাতি
স্পিনার বা রহস্য স্পিনার যদি পাওয়া যায়, সব ধরনের স্পিনার মিলিয়েই স্পিন
হান্ট হবে।”
গত বছরের মতো এবারও শাহেদ মেহমুদের তত্ত্বাবধানেই হবে
স্পিনার হান্ট। গত বছর দেশের বিভিন্ন জেলায় ঘুরে ৮০ জন রিস্ট স্পিনার খুঁজে
বের করেছিলেন ঢাকার ক্লাব ক্রিকেট খেলে যাওয়া পাকিস্তানের প্রথম শ্রেণির
সাবেক এই ক্রিকেটার।
পরে ওই ৮০ জন স্পিনারদের নিয়ে প্রাথমিক ক্যাম্পের
পর সেটি নামিয়ে আনা হয় ২৫ জনে। গত নভেম্বর-ডিসেম্বরে মিরপুরের একাডেমি মাঠ ও
ইনডোরের বাইরের মাঠে তিন সপ্তাহ ধরে চলে ২৫ জনের ক্যাম্প।
ওই ক্যাম্প
চলাকালে ব্যক্তিগত অনুশীলন করতে গিয়ে কয়েক দিন তরুণ রিস্ট স্পিনারদের বোলিং
মোকাবিলা করেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। পরে নিজের
অভিজ্ঞতা থেকে তাদের কিছু পরামর্শও দেন তিনি।
তিন সপ্তাহের ক্যাম্প শেষে
১৪ জনের চূড়ান্ত তালিকা করেছে গেম ডেভেলপমেন্ট বিভাগ। কায়সার জানালেন,
সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া রিস্ট স্পিনারদের নিয়ে এপ্রিলের মাঝামাঝিতে
শুরু হবে পরবর্তী কার্যক্রম।
“রিস্ট স্পিন ক্যাম্পটা আবার এপ্রিলের
মাঝামাঝি সময়ে শুরু করব আমরা। এটাই ক্যাম্পের চূড়ান্ত ধাপ। সংক্ষিপ্ত
তালিকায় জায়গা পাওয়াদের নিয়ে হবে ক্যাম্পটি। শাহেদ মেহমুদই পরিচালনা করবেন
ক্যাম্প।”
সংক্ষিপ্ত তালিকার ১৪ রিস্ট স্পিনার: হোসেন আলি, তরিকুল ইসলাম
রায়হান, নাহিদ হোসেন, মোহাম্মদ হুসাইন, সিফাত মিয়া, মাহির আশরাফ, জুনাইদুল
ইসলাম জারিফ, হাসান আইয়ুব ফাহিম, নুহায়েল সানদিদ, রাকিবুল হাসান আফসান,
মনোয়ার হোসেন, নোমান ইবনে জামাল, স্বাধীন ইসলাম, জিহাদুল ইসলাম জিহাদ।