গত
বছর ফ্যাসিবাদ বাংলাদেশের মানচিত্র থেকে বিতাড়িত হয়েছে। শেখ হাসিনার সাথে
৩৫০ এমপি মন্ত্রী পালিয়ে গেছেন পৃথিবীতে এমন নজির নেই বলে মন্তব্য করেছেন
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি
সাবেক সভাপতি মোঃ কামরুল হুদা।
তিনি আরও বলেন, আপনারা কি এখন তাদেরকে
দেখেন? প্রতিটি ওয়ার্ড প্রতিটা ইউনিয়ন সহ ওই দলের সকল নেতৃবৃন্দ পালিয়েছে।
গত বছর যে আওয়ামীলীগ শাসন করেছে, শোষণ করেছে, লুটপাট করেছে তাদের একটা
লোককেও এখন আর দেখা যায় না। তারা এমনভাবে দেশ পরিচালনা করেছে সারা দেশের
মানুষ ঐক্যবদ্ধভাবে তাদেরকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে।
তিনি শুক্রবার
বিকেলে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের
উদ্যোগে আয়োজিত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি ও
দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা
বলেন।
গুণবতী উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন
বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম চৌধুরী'র সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সদস্য
সচিব আরিফ জিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক
সহসভাপতি শাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, আ ন ম সলিমুল্লাহ টিপু, সহ-সাংগঠনিক
সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব
উদ্দিন, বিএনপি নেতা জসিম উদ্দিন, গুণবতী ইউনিয়ন যুবদলের আহবায়ক নাজমুল
হুদা, চৌদ্দগ্রামস্থ সৌদি আরব প্রবাঞ্চল বিএনপির সহ সভাপতি শাহজালাল
চৌধুরী, গুণবতী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জামাল উদ্দিন খন্দকার,
সদস্য সচিব ইস্রাফিল সুজন, যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল আমিন সেলিম,
ছাত্রদলের সাবেক সভাপতি সৈকত মজুমদার, গুণবতী ডিগ্রী কলেজের সভাপতি তপু
রায়হান চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।