চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের সময় পাঠক ফোরামের উদ্যাগে আযান ও কোরআন
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার
বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ কাচ্ছি প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবি আল মামুন রাসেল। বিশেষ অতিথি
ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল
রায়হান পাটোয়ারী, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বাবুল
মুন্সি, সামাজিক সংগঠন আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা আল আমিন রাসেল, চৌদ্দগ্রাম
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সহ-সভাপতি জহিরুল হাসান,
বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেম, মোঃ ইদ্রিস, শরীফ, সাংবাদিক ইসমাইল হোসেন
ভুঁইয়া, কাজী আহসান উল্লাহ, মাঈন উদ্দিন মাসুদ। অনুষ্ঠানে বিচারক হিসেবে
ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি আব্দুর রহিম ও বসন্তপুর
সিনিয়র আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আবুল কাশেম সামছুদ্দিন।
চৌদ্দগ্রামের সময় পাঠক ফোরামের আহবায়ক সাংবাদিক মোঃ আনিছ রহমানের
সভাপতিত্বে, সদস্য সচিব সাংবাদিক মোঃ আহছান উল্লাহ ও কুমিল্লা বেপজা স্কুল
এন্ড কলেজের শিক্ষক আবু তালহা রাপির যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবীদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আযান ও কোরআন প্রতিযোগিতায় বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে
পুরস্কার বিতরণ করা হয়। পরে সকলে ইফতারে অংশগ্রহণ করেন।