চৌদ্দগ্রাম
প্রতিনিধি: মিথ্যা ছেড়ে দিলেই সমাজের সব ক্ষেত্রে শান্তি ফিরে আসবে বলে
মন্তব্য করে তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান
বলেছেন, সমাজের মানুষ আজ মিথ্যায় জর্জরিত। আমরা কোরআনের শিক্ষা গ্রহণ না
করার কারণে চারদিকে মিথ্যার ছড়াছড়ি। ইউরোপের মানুষকে উৎসাহ দিয়েও মিথ্যা
বলানো যাবে না। পক্ষান্তরে, তারা পর্দা মানে না। আমরা পর্দা মেনে চলার
কারণে পারিবারিক বন্ধন সূদৃঢ় রয়েছে। কোরআন নাযিলের মাসে আমাদের অঙ্গীকার
হওয়া দরকার-সব ক্ষেত্রে মিথ্যা ছেড়ে সত্যের পথে থাকা। তিনি শুক্রবার বিকেলে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নানকরা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শ্রমজীবি
মানুষের সম্মানে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির
বক্তব্যে এসব কথা বলেন।
নানকরা আয়েশা ছিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসায়
মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গোমতি হসপিটালের চেয়ারম্যান ও
ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয়
বিশ^বিদ্যালয়ের কলেজ মনিটরিং এন্ড এভালুয়েশন পরিচালক মুফতি মোঃ শাহাব
উদ্দিন, কর্ণফুলী হাউজিংয়ের চেয়ারম্যান মিজানুর রহমান ভুঁইয়া, নানকরা আয়েশা
ছিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা মজিবুর রহমান ভুঁইয়া, বিশিষ্ট
শিক্ষানুরাগী অধ্যাপক কাজী আবদুস সাত্তার, অধ্যাপক মনোয়ার হোসেন, বিশিষ্ট
ব্যাংকার হাবিবুর রহমান।
কুমিল্লা ইস্পানী স্কুল এন্ড কলেজের সহকারী
অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও কুমিল্লা সরকারি মহিলা কলেজের
সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের
শিক্ষাবীদ, রাজনীতিবীদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত
ছিলেন। অনুষ্ঠানে নানকরা সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা কমিটি ও কার্যকরী
কমিটি ঘোষণা করা হয়। পরে গ্রামের শ্রমজীবি ২৩০ পরিবারের মাঝে ঈদ উপহার
সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।