বিএনপি
চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কুমিল্লা নগরীর নেউরা
বায়তুল্লাহ কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বাদ জুমা নগরীর বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের
নিয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল
বারী আবু। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মো:ইমরান
হোসাইন মুহিব্বী।
এ সময় বাখরাবাদ গ্যাস লিমিটেডের ডিজিএম বেলায়েত হোসেন
কনক, কুমিল্লা মহানগর যুবদলের আহবায়ক ফয়সালুর রহমান পাভেল, ১৯ নং ওয়ার্ড
বিএনপির সভাপতি মো: কামাল উদ্দিন, সেক্রেটারি জয়নাল আবেদিন, ৫নং ওয়ার্ড
বিএনপির সভাপতি ইমতিয়াজ সরকার নিপু, ১৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মীর
মো:আজমল হোসেন, ১৮নং ওয়ার্ড বিএনপি
আবদুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে উৎবাতুল বারী আবু নেতাকর্মীদেরকে নিয়ে নেউরা এলাকার বিভিন্ন নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
মহানগর
বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু বলেন, আজ নেউরা জামে মসজিদে এলাকার নেতা
কর্মীদেরকে নিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায়
দোয়া মাহফিলের আয়োজন করেছি। এছাড়া অমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এই
রমজানে নগরীর ২৭টি ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমরা যাতে
আগামীতে সুখী সুন্দর বাংলাদেশ গড়তে পারি সেজন্য সকলে আমাদের জন্য দোয়া
করবেন। এসময় তিনি দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান।