নিজস্ব
প্রতিবেদক: শিক্ষাজীবনে যে বিদ্যালয়ে শিক্ষা অর্জন করেছেন । ৪৪ বছর পর সেই
বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট ফারুক আহমেদ ।
জানা যায়,
১৯৪১ সালে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নে ফকির বাজার হাই স্কুল এন্ড
কলেজটি প্রতিষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষানুরাগী এডভোকেট ফারুক আহমেদ ফকির
বাজার হাই স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয়রা খুব
আনন্দিত।
এডভোকেট ফারুক আহমেদ ১৯৮১ ফকিরবাজার হাই স্কুল এন্ড কলেজ থেকে
এসএসসি পাস করেন । কুমিল্লা সরকারি কলেজ ১৯৮৩ সালে এইচএসসি, ১৯৮৭ চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং এল এল বি পাস করেন। গত ৩০ বছর ধরে কুমিল্লা
জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন ।
তিনি বুড়িচং উপজেলার বাকশিমুল
ইউনিয়ন লোহাইমুড়ি গ্রামের মৃত আলতাফ আলী ৩য় সন্তান এডভোকেট ফারুক আহমেদ ।
এডভোকেট ফারুক আহমেদের বড় ছেলে ডাঃ তানজিম আহমেদ, বড় ছেলের সহধর্মিণীও ডাঃ
প্রিয়াংকা। ছোট ছেলে তানভীর আহমেদ লন্ডনে ব্যারিস্টার হওয়ার জন্য লেখাপড়া
করছেন ।
কুমিল্লা বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের ঐতিহ্যবাহী
শিক্ষাপ্রতিষ্ঠান ফকিরবাজার হাই স্কুল এন্ড কলেজ ?। গত কয়েক বছর ধরে
উপজেলার শিক্ষার মান উন্নয়নে অনন্য ভূমিকা পালন করছে এই প্রতিষ্ঠানটি ।
এডভোকেট ফারুক আহমেদ বলেন, এই প্রতিষ্ঠানের সভাপতি হতে পেরে নিজেকে গর্বিত
মনে করছি । ১৯৭৬ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানে লেখাপড়া
করেছিলাম । দীর্ঘ ৪৪ বছর পর এই প্রতিষ্ঠান সভাপতি হয়েছি । যতদিনই দায?িত্বে
থাকবো এই প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে কাজ করব ।
তিনি আরো বলেন,
সভাপতি নির্বাচিত হবার পর আমি প্রতিষ্ঠান পরিদর্শন করেছিলাম । আমার কাছে
অবাক লেগেছে প্রায় শত বছর পুরনো এই প্রতিষ্ঠানে মেয়েদের জন্য আলাদা কোন
কমনরুম বা ওয়াশরুম নেই । অধ্যক্ষের কক্ষের অবস্থা আরো নাজুক। শীঘ্রই
প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ এবং অবকাঠামোর উন্নয়নের জন্য কাজ শুরু করব ।