ঈদ যাত্রায় স্বস্তির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে মহাসড়কের দু'পাশে অন্তত ১২ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে। আটকা পড়া যানবাহনে ভোগান্তিতে যাত্রীরা। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজার এলাকায় চট্রগ্রামমূখী লেনে ট্রাক উল্টির ঘটনা ঘটে। এতে বন্ধ হয়ে পড়ে চট্টগ্রাম মুখে লেনের যান চলাচল। দ্রুত পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলি ট্রাকটি উদ্বার করেন। এদিকে চট্টগ্রামমুখী লেন বন্ধ হয়ে পড়ায় অসাধু চলকরা উল্টো পথে আসতে গেলে ঢাকামুখী লেনেও যানজট তৈরি হয়। এতে উভয় পথে প্রায় ১২ কিলোমিটার এলাকায় যানজট আটকা পড়েন ঈদে ঘরমুখো মানুষ এবং বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানসহ হাজার হাজার পরিবহন।
পরে প্রায় পাঁচ ঘণ্টা পর ধীরে ধীরে যানজট ভেঙে যানবাহন চলাচল শুরু হয়। এরপর আরও ঘন্টাখানেক দাউদকান্দি অংশে যান চলাচল ধীরগতি শেষে পরে পুরোদমে মহাসড়ক স্বাভাবিক হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পথের চালকরা জানান, কুমিল্লার দাউদকান্দির রায়পুর থেকে ইউনিটগঞ্জ পর্যন্ত প্রায় ১০-১২ কিলোমিটার যানজটে পড়েছেন তারা। এর আগে মুন্সিগঞ্জ এলাকায়ও যান জোটে পড়তে হয়েছে তাদেরকে।
ইলেটগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ বলেন, সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে যানজট সৃষ্টি হয়েছে। উল্টো পথে যানবাহনের কারণে উভয়মূখী প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। মহাসড়ক স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনী কাজে পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।
অন্যদিকে ঘরমুখো মানুষের ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। কমেছে গতি। তবে চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনীর সদস্য, হাইওয়ে পুলিশ ও রোভার স্কাউট সদস্যরা।