ফুটবল
জাদুকরকে দেখা গেল টেনিসের প্রাঙ্গনে। মায়ামি ওপেনের সেমি-ফাইনালে
শুক্রবার নোভাক জোকোভিচ ও গ্রিগর দিমিত্রভের লড়াই গ্যালারিতে বসে পরিবার
নিয়ে উপভোগ করলেন লিওনেল মেসি। দুই আঙিনার দুই আঙিনার দুই কিংবদন্তির দেখা
হলো পরে। সেই গল্পের চর্চা এখন ক্রীড়া বিশ্বজুড়ে। কিন্তু গুরুত্বপূর্ণ
প্রশ্ন এখানে, মেসি কবে ফিরতে পারবেন মাঠে?
গত ১৬ মার্চ আটলান্টা
ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলের জয়ের ম্যাচে খেলেছিলেন মেসি।
পরে আর্জেন্টিনার হয়ে তার খেলার কথা ছিল বিশ্বকাপ বাছাইয়ে। কিন্তু চোটের
কারণে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দুটির স্কোয়াডে তিনি ছিলেন না।
মেসিকে ছাড়াই ম্যাচ দুটি জিতেছে আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে নিশ্চিত হয়ে যায় তাদের বিশ্বকাপে খেলাও।
মাঠে
ফেরার কাছাকাছি আছেন মেসিও। মায়ামির অনুশীলনে তিনি ফিরেছেন। শনিবার তাদের
লড়াই ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে। ম্যাচের আগে আশার কথা শোনালেন মায়ামির
কোচ হাভিয়ের মাসচেরানো।
“লিও ভালো আছে, ঠিকভাবেই সবকিছু করছে। অস্বাভাবিক কিছু না হলে ম্যাচের রোস্টারে তার নাম থাকবে।”
শুরুর একাদশে মেসিকে নামানো হবে কি না, সেটি অবশ্য নিশ্চিত করেননি কোচ।
মেজর লিগ সকারে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার তিনে আছে মায়ামি। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।