ক্লাব
কিংবা জাতীয় দল, সব জায়গায় নিয়মিত খেলছেন লামিনে ইয়ামাল। ১৭ বছর বয়সী একজন
ফুটবলারের শরীরের জন্য যা খুব কঠিন। ব্যস্ত সূচিতে জিরোনার বিপক্ষে কি
বিশ্রাম পাবেন তিনি? বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক যা বললেন, তাতে সেই
সম্ভাবনা নেই বললেই চলে।
সবশেষ আন্তর্জাতিক বিরতিতে স্পেনের হয়ে উয়েফা
নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৬
মিনিট খেলেন ইয়ামাল। ফিরতি লেগে অতিরিক্ত সময়ে গড়ানো লড়াইয়ে ১২০ মিনিটের
পুরোটা খেলেন তিনি। এর চার দিন পর গত বৃহস্পতিবার লা লিগায় ওসাসুনার
বিপক্ষে পুরোটা সময় খেলেন তরুণ এই উইঙ্গার।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা
মিলিয়ে এখন পর্যন্ত বার্সেলোনার ৪৪ ম্যাচের ৩৯টিতেই খেলেছেন ইয়ামাল। বাকি
পাঁচটি ম্যাচে তিনি বাইরে ছিলেন চোটের কারণে।
লা লিগায় রোববার ঘরের মাঠে
জিরোনার মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচে দু-একজন খেলোয়াড়কে বিশ্রাম
দেওয়ার ইঙ্গিত শনিবার সংবাদ সম্মেলনে দেন ফ্লিক। তবে ইয়ামালের বিশ্রাম
প্রসঙ্গে এই বিষয়ে সিদ্ধান্তের ভার খেলোয়াড়ের ওপর ছেড়ে দিলেন তিনি।
“লামিনে
খুবই বুদ্ধিমান এবং (ব্যস্ত সূচিতে) কীভাবে সামলাতে হয়, তা সে জানে।
(শারীরিকভাবে) সে কেমন বোধ করছে, জানার জন্য তার সঙ্গে আমি কথা বলেছি, সে
(খেলার ব্যাপারে) ইতিবাচক।”
“আমি সবসময় খেলোয়াড়দের সঙ্গে কথা বলি,
খেলোয়াড়দের তাদের শরীরের প্রতি দায়িত্ব আছে। যদি অন্যরকম কিছু মনে হয়,
তাহলে তাদের কথা বলতে হবে। খেলোয়াড়দের তাদের শরীরের প্রতি দায়িত্ব নিতে
হবে, বিশেষ করে বার্সার মতো ক্লাবে।”
২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ।