কুমিল্লায়
একটি ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় কুমিল্লা
কোতয়ালী থানায় একটি চাঁদাবাজির মামলা হয়েছে। গতকাল রাত সাড়ে ৯টায় সদর
উপজেলার কুমেক হাসপাতাল গেইটের বিপরীতে পাশে মেডিস্ক্যান ডায়াগনস্টিক
সেন্টারে এ ঘটনা ঘটে।
জানা যায়, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
রোগী মেডিস্ক্যান ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করানোর
পর ডিসকাউন্টকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে হামলা চালায় কিছু বখাটে
। এ সময় ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন মিন্টু মিয়ার
উপর হামলা চালানোর চেষ্টা করা হয়।
অভিযোগকারী মিন্টু মিয়া জানান, প্রথম
হামলার পরে আবারো পুনরায় আমাকে হত্যার উদ্দেশ্যে আমার প্রতিষ্ঠানে হামলা
চালানো হয়। উক্ত ঘটনায় তিনি কুমিল্লা কোতয়ালী থানায় ৩জন আসামীর নাম উল্লেখ
সহ ২০/৩০জনকে অজ্ঞাত করে একটি চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত
সুমন জানান, আমার সাথে আগে খারাপ ব্যবহার করেছে মিন্টু মিয়া। পরে আমি
উত্তেজিত হয়েছি। সামান্য বিষয় নিয়ে মিন্টু মিয়া আমাকে ধমকি দিয়েছে।
উক্ত
ঘটনায় কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক আবছার জানান, মেডিস্ক্যান
ডায়াগনস্টিক সেন্টার মালিক আনোয়ার হোসেন মিন্টু মিয়া বাদী হয়ে একটি অভিযোগ
দায়ের করেছে। উক্ত ঘটনায় আমরা অভিযান পরিচালনা করছি। তিনি আরো জানান,
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে তিনি জানতে পেরেছেন মূল ঘটনা
হাসপাতালের রোগীর কমিশন বানিজ্যকে কেন্দ্র করে সাথে পূর্ব বিরোধও আছে।