কুমিল্লা
শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ জামে
মসজিদে পবিত্র রমজানুল মোবারকে পবিত্র লাইলাতুল ক্বদরের বরকত হাসিলের
উদ্দেশ্যে রমজানের শেষ দশকে সুন্নাতে নববীর এতেকাফের জামায়াতে প্রায় অর্ধশত
মুসল্লী অবস্থান করছেন। অপরদিকে রমজানুল মোবারকের শেষ জুমায় মুসল্লীদের
দ্বীনি আবেগময় উপস্থিতি ছিলো প্রাণ জুড়নো পরিবেশ। খতিবের সাথে আমিন আমিন
ধ্বনিতে মুখরিত হয় পুরো এলাকা।জুমার সালাত আদায় পূর্ব খুতবা আলোচনায় অত্র
মসজিদের খতিব শায়েখ আব্দুল্লাহ আল-মামুন মোস্তফী কুরআন হাদিসের আলোকে
শরীয়তের বিভিন্ন দিকনির্দেশনা উপস্থাপন করেন।ঐতিহাসিক এই মসজিদে নিয়মিত
মুসল্লীর পাশাপাশি দূরদূরান্তের মুসল্লীগণও অংশ নেন। সালাত পরবর্তী সময়ে
দোয়া মোনাজাত করেন খতিব শায়েখ আব্দুল্লাহ আল-মামুন মোস্তফী।